
সিরিজের শেষ দিনে সুখবর পেলেন তামিম-লিটন
খেলা ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে বেঞ্চে থাকা ক্রিকেটারদের ঝাছাই করতে শেষ ম্যাচে একাদশে নেই তানজিদ তামিম। এছাড়া আরেক ওপেনার পারভেজ হোসেনকেও দেওয়া হয়েছে বিশ্রাম। দুই নিয়মিত ওপেনারের পরিবর্তে নতুন জুটি গড়েছেন লিটন দাস ও সাইফ হাসান।
পছন্দের পজিশনে ফিরে ৭৩ রানের দারুণ ইনিংস খেলেছেন লিটন। তবে ম্যাচে নামার আগে সুখবর পেয়েই মাঠে নেমেছিলেন তিনি। লিটনের সঙ্গে সুখবরের বড় ভাগিদার বিশ্রামে থাকা ওপেনার তানজিদ তামিমও। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এই দুই ব্যাটারের উন্নতি হয়েছে।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ৮ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠেছেন তানজিদ হাসান তামিম। অন্যদিকে অধিনায়ক লিটন দাস ১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪৭ নম্বরে। এছাড়া ৬ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমে গেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশিদের মধ্যে তানজিদই সবচেয় এগিয়ে।
৪ ধাপ পিছিয়ে ৬৩ নম্বরে নেমে গেছেন জাকের আলী অনিক। ৪ ধাপ পিছিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও, রয়েছেন ৭৮ নম্বরে। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে রয়েছেন শেখ মেহেদী হাসান। তবুও বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে মোস্তাফিজুর রহমান। ১২তম স্থানেই রয়েছেন তিনি। এছাড়া আরেক টাইগার বোলার তাসকিন আহমেদও রয়েছেন ২৫ নম্বরে। এছাড়া ১ ধাপ পিছিয়ে ২১তম স্থানে নেমে গেছেন লেগি রিশাদ হোসেন। ৩ ধাপ পিছিয়ে ৫০ নম্বরে নেমেছেন বাংলাদেশের শরিফুল ইসলাম।
এমআই