
জাতীয় নির্বাচন নয়, কোয়াবেই প্রথম ভোট দিলেন সোহান
খেলা ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৮
কোয়াবের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসান সোহান। কোয়াবের নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে ভোট হলেও, সোহানসহ অন্যান্যরা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত সোহান প্রকাশ করেছেন নিজের অনুভূতি।
সোহান বলেন, ‘সব সময় যেহেতু ক্রিকেটের সাথেই আছি, খেলছি, তাই ক্রিকেটারদের দিকেও একটা দায়িত্ব থেকে যায়। আমাদের নিচের প্রজন্মের কথাও ভাবতে হবে। আলহামদুলিল্লাহ, ক্রিকেটই আমাকে আজকের সোহান বানিয়েছে।’
এই নির্বাচন সোহানের জন্য এক নতুন অভিজ্ঞতা হিসেবেই এসেছে। তিনি জানান, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। আমি কখনো জাতীয় নির্বাচনেও ভোট দিইনি। এই প্রথম ভোট দিলাম। তাই অন্য রকম একটা অনুভূতি কাজ করেছে।’
নির্বাচন উপলক্ষে দীর্ঘদিন পর দেখা হয়েছে অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে। সোহান বলেন, ‘ভালো লাগছে এখানে এসে। অনেক সিনিয়র ক্রিকেটার এসেছেন যাদের সঙ্গে বহুদিন দেখা হয়নি। আমরা যারা এখন একসাথে খেলি, তাদের মধ্যেও গত কয়েকদিন ধরে এই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল।’
সহ-সভাপতির দায়িত্বে থেকে ক্রিকেটারদের কল্যাণে কাজ করতে চান সোহান। নতুন প্রজন্ম যেন উন্নত পরিবেশে খেলাধুলার সুযোগ পায়, সেই লক্ষ্যেই কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এমআই