Advertisement
Us Bangla Airlines
নিজ দেশের টুর্নামেন্টে খেলবেন না শামসি!

নিজ দেশের টুর্নামেন্টে খেলবেন না শামসি!

খেলা ডেস্ক

২৪ নভেম্বর ২০২৫, ২১:৫৫

নিজ দেশের টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলবেন না দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরাইজ শামসি। এমআই কেপটাউনের হয়ে খেলার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন বলে জানানো হয়েছে। তার বদলে দল ভিড়ে নিয়েছে অলরাউন্ডার থমাস কাবারকে।

কাবারও বাঁহাতি স্পিনার। তবে শামসিকে ছাড়াও এমআই কেপটাউনের স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। দলটিতে আছেন রশিদ খান, জর্জ লিন্ডে ও ডেন পিয়েটে। পেস বিভাগও কম ভয়ংকর নয়। কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, করবিন বশ ও ডোয়াইন প্রিটোরিয়াসদের নিয়ে সাজানো হয়েছে পেস ইউনিট।

সেপ্টেম্বরে নিলাম থেকে এমআই কেপটাউন শামসিকে দলে নেয় ৫ লাখ রান্ডে (প্রায় ২৯ হাজার ডলার)। এবারই প্রথম তাদের হয়ে মাঠে নামার কথা ছিল তার। এর আগে তিনি খেলেছেন জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালসের হয়ে। বর্তমানে শামসি খেলে যাচ্ছেন আবুধাবি টি–টেনে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে।

এ বছরের শুরুতেই তিনি সিএসএর কেন্দ্রীয় চুক্তি ছাড়েন শামসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নির্বাচকদের পরিকল্পনায় ছিলেন না এই স্পিনার। শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২৪ বিশ্বকাপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমআই কেপটাউন এবারের এসএ টোয়েন্টির উদ্বোধনী ম্যাচ খেলবে ২৬ ডিসেম্বর।

কাবারের জন্য এটি পরিচিত ঠিকানায় ফেরা। আগের দুই মৌসুমেই এমআই কেপটাউনের হয়ে খেলেছেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে দলের শিরোপাজয়ের অংশ হলেও খেলেছিলেন মাত্র ১ ম্যাচ; তার আগের মৌসুমে খেলেছিলেন ৮টি।

এমআই