Advertisement
Us Bangla Airlines
‘তাইজুল ভাই দলের জন্য বড় আশীর্বাদ’

‘তাইজুল ভাই দলের জন্য বড় আশীর্বাদ’

খেলা ডেস্ক

২৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৮

মুশফিকের শততম টেস্টের শেষ দিনটা উদযাপনের রঙে রাঙিয়েছিল সবাই। সেই উৎসবের আড়ালেই যেন শান্ত গর্ব নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনার তাইজুল ইসলাম। দুই টেস্টে ১৩ উইকেট তুলে নিয়ে হয়েছেন সিরিজসেরা, আর শেষ টেস্টে একাই শিকার ৮ উইকেট! 

শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিও এখন তাইজুল। ঢাকা টেস্টেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে সবার উপরে জায়গা নিয়েছেন এই বাঁহাতি বোলার। পাশাপাশি দেশের প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন আড়াইশ উইকেটের মাইলফলক।

এত অর্জনেও সাধারণত খুব বেশি আলোচনায় থাকেন না তাইজুল ইসলাম। এক দশক ধরে সেই আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন তাইজুল নিজেও। এমনকি এই স্পিনারকে একাধিকবার ‘আন্ডাররেটেড’ সম্বোধন করেছেন তামিম ইকবাল। সতীর্থরা জানেন, তাইজুলের নীরব লড়াই দলের প্রকৃত শক্তি। এবার সেই কৃতজ্ঞতারই প্রকাশ ঘটালেন লিটন দাস।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তাইজুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিটন লিখেছেন, ‘তাইজুল ভাই, আমি খুব ভাগ্যবান যে স্টাম্পের পেছন থেকে আপনাকে বল করতে দেখার সুযোগ পাচ্ছি। আপনার মুখোমুখি হওয়া কোনো প্রতিপক্ষের জন্যই সহজ নয়। কিন্তু আমার জন্য এবং দলের জন্য আপনি এক বড় আশীর্বাদ।’

লিটন আরও লিখেছেন, ‘আপনি এমনকি আমার ডিসমিসালের সংখ্যাও বাড়াতে সাহায্য করেন। দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হওয়া একটি বিশাল অর্জন। আপনি আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করেন। আপনার উইকেট শিকার চলতেই থাকুক, আর স্টাম্পের পেছন থেকে আমি খুশিমনে তাতে অবদান রেখে যাব।’

বাঁহাতি এই স্পিনারকে শুভেচ্ছা জানিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘অভিনন্দন, তাইজুল ভাই। আপনি সত্যিই অনুপ্রেরণাদায়ী।’

এমআই