নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে খেলোয়াড়দের ‘বারণ’ এনএসসির
খেলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ১৯:৩৮
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক মাঠে ব্যবহার ঠেকাতে কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার (২৪ নভেম্বর) এক অফিসিয়াল চিঠিতে পরিষদ জানিয়েছে—কোনভাবেই জাতীয় দলের কোনো খেলোয়াড়কে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে সরাসরি কিংবা পরোক্ষভাবে ব্যবহার করা যাবে না।
এনএসসি জানায়, জাতীয় দলের অ্যাথলেটরা দেশের সম্পদ এবং ঐক্যের প্রতীক। তাদের ভাবমূর্তি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা, মর্যাদা এবং পবিত্রতা ক্ষতিগ্রস্ত হতে পারে। সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি বা মহল খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার উদ্যোগ নিচ্ছে—যা ক্রীড়া নীতির পরিপন্থী এবং পরিবেশকে কলুষিত করছে।
নির্দেশনায় বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে জাতীয় দলের খেলোয়াড়রা নির্বাচনী সভা, প্রচারণামূলক মঞ্চ কিংবা এমন কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। খেলোয়াড়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন মাঠের পারফরম্যান্সেই দেশের সুনাম অটুট রাখেন এবং এনএসসির নির্দেশনা কঠোরভাবে মেনে চলেন।
সতর্কবার্তায় পরিষদ আরও জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করা হলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি গুরুত্বসহকারে পালন করার অনুরোধ করেছে এনএসসি।
এমআই