Advertisement
Us Bangla Airlines
এমন রেকর্ড গড়তে পারেননি বিশ্বের কোনো ক্রিকেটার

এমন রেকর্ড গড়তে পারেননি বিশ্বের কোনো ক্রিকেটার

খেলা ডেস্ক

২৫ নভেম্বর ২০২৫, ২১:৪৪

আন্তর্জাতিক ক্রিকেটে মালয়েশিয়ার নামটা খুব বেশি শোনা না গেলেও বীরানদীপ সিংয়ের নাম অনেকটা পরিচিত। এবার সেই বীরানদীপই লিখলেন এক অনন্য রেকর্ড—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল অর্জন করলেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে বাহরাইনের বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়েন বীরানদীপ। ম্যাচ শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল ৯৯। সেই ম্যাচে তিনি তুলে নেন আরও ৩টি উইকেট, আর ব্যাট হাতে খেলেন মূল্যবান ২৩ রানের ইনিংস। 

এর আগে চলতি বছরের জুলাইয়ে ৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন বীরানদীপ। সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস তাকে সেই মাইলফলকে পৌঁছে দেয়। সবমিলিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০০ রান ও ১০০ উইকেটের মালিক বীরানদীপ।

মালয়েশিয়ার এই তারকার রেকর্ড খুব নিরাপদ নয়। তার ঘাড়ে গরম নিশ্বাস ফেলছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে করেছেন ২৮৪৬ রান ও নিয়েছেন ১০২ উইকেট। মাত্র ১৫৪ রান করলেই তিনিও ঢুকে পড়বেন বীরানদীপের পাশে অভিজাত এই ক্লাবে। 

টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের ক্লাবে আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীও। তবে সাকিব ইতোমধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়েছে সর্বশেষ বিশ্বকাপেই। যেখানে তিনি থেমেছেন ২,৫৫১ রান ও ১৪৯ উইকেটে।

এমআই