Advertisement
Us Bangla Airlines
৮৮ রানে অলআউট পাকিস্তান, তবুও হারল বাংলাদেশ

৮৮ রানে অলআউট পাকিস্তান, তবুও হারল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৪

বল হাতে দুর্দান্ত শুরু করেও ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ১৩ রানে হার দিয়ে মাঠ ছাড়ল বাঘিনীরা। প্রতিপক্ষ পাকিস্তানকে মাত্র ৮৮ রানে গুটিয়ে দিয়েও জয়ের বন্দরে পৌঁছাতে পারল না তারা।

বুধবার কক্সবাজারের একাডেমি মাঠে আগে ব্যাট করে ১৯ ওভার ৪ বলে ৮৮ রানে থামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই আধিপত্য দেখান। সবচেয়ে উজ্জ্বল ছিলেন জারিন তাসনিম লাবণ্য। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেট পড়ে পাকিস্তানের। তাতে পাওয়ার প্লে-তেই চাপে পড়ে অতিথিরা।

রান তাড়ায় নেমেই যেন স্বাগতিকদের সব পরিকল্পনা ভেস্তে যায়। বাংলাদেশের ইনিংস শুরু হয় ধাক্কা দিয়ে। তৃতীয় ওভারে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। এক ওভার পর আউট হন সাদিয়া ইসলাম। গোল্ডেন ডাক নিয়ে ফিরে যান মাইমুনা নাহার স্বর্ণা ও মণি। পাওয়ার প্লে শেষ হতেই বাংলাদেশ ২২ রানে ৪ উইকেট হারিয়ে পড়ে ব্যাটিং বিপর্যয়ে।

দলের ভরাডুবির মাঝে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন আরিত্রী নির্জনা মণ্ডল। কিন্তু ৩৮ বলে ২০ রানের বেশি এগোতে পারেননি তিনি। এরপর সাদিয়া আক্তার (২০ বলে ১৬) ও ববি খাতুন (১৮ বলে ১৩) কিছুটা লড়াই করলেও লক্ষ্য ছুঁতে যথেষ্ট হয়নি। এক বল বাকি থাকতে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।

পাকিস্তানের হয়ে শাহার বানু নেন ৩ উইকেট, রোজিনা আকরাম ও মেমোনা খালিদের ঝুলিতে ওঠে ২টি করে উইকেট।

কম রান করেও পাকিস্তানের মেয়েরা নিয়ন্ত্রিত বোলিংয়ে যা ধরে রাখল, বাংলাদেশের ব্যাটাররা তা ধরে রাখতে পারল না। ফলে ৮৮ রানে অলআউট প্রতিপক্ষের কাছেও হারের হতাশা নিয়ে সিরিজ শুরু করতে হলো স্বাগতিকদের।

এমআই