Advertisement
Us Bangla Airlines
জয় দিয়ে বছর শেষ করল বাংলাদেশ

জয় দিয়ে বছর শেষ করল বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯

সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে শুরুটা হয়েছিল ব্যর্থতায়, আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে পিছিয়ে পড়েছিল টাইগাররা। কিন্তু পরের ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন, সিরিজে সমতায় ফিরেছিল বাংলাদেশ। তাই চট্টগ্রামের শেষ ম্যাচটি রূপ নেয় সিরিজ-নির্ধারণী লড়াইয়ে।

সেই ম্যাচে আর কোনও ভুলের সুযোগ রাখেনি বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯ ওভার ৫ বলে গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাটে। জবাবে ১৩ ওভার ৪ বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা, আর তাতেই নিশ্চিত হয় সিরিজ জয়।

চট্টগ্রামে মঙ্গলবার (২ ডিসেম্বর) ছোট লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ তামিমের নতুন সঙ্গী হিসেবে ছিলেন সাইফ হাসান। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৮ রান। ১৪ বলে ১৯ রান করে সাইফ ফিরলে ভাঙে সেই জুটি।

তিনে নেমে ব্যর্থ লিটন দাস। অধিনায়কের ইনিংস ছিল মাত্র ৬ বলের। ৭ রান করে লিটন দ্রুত ফিরলে কিছুটা বিপাকে পড়ে দল। তবে তৃতীয় উইকেট জুটিতে সেই বিপর্যয় সামলে দলের জয় নিশ্চিত করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন।

আজকে ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন তামিম। একাই ধরেছেন ৫টি ক্যাচ। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিল্ডারের এক ম্যাচে এটিই সর্বোচ্চ। ফিল্ডিংয়ে এমন রেকর্ড গড়ার পর ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন তামিম। ৩৬ বলে অপরাজিত ৫৫ রান করেন তিনি। আর ইমন ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থেকেছেন।

এর আগে বাংলাদেশের বোলাররা শুরুতে একটু খরুচে হলেও দ্রুত ছন্দ ফিরে পান। আয়ারল্যান্ডকে প্রথম ওভারে ১৩ রান দেওয়া মেহেদীর পর শরিফুল-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত আক্রমণেই ধসে পড়ে অতিথিদের মিডল অর্ডার। এক প্রান্তে স্টার্লিং ৩৮ রানে লড়াই করলেও অন্য প্রান্তে ছিল উইকেটের মিছিল।

টাকার, ক্যাম্পার, ডেলানি কারও ব্যাটেই ছিল না উল্লেখযোগ্য অবদান। জর্জ ডকরেলের ১৯ রানের ছোট লড়াইও থামাতে পারেনি আইরিশদের ধস। ১৯ ওভার ৫ বলেই মাত্র ১১৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। আর সেই ক্ষুদ্র লক্ষ্য তাড়ায় বাংলাদেশ দেখিয়ে দিল নিখুঁত পেশাদারিত্ব। বছরের শেষ ম্যাচে নিশ্চিত করল দাপুটে সিরিজ জয়।