বিপিএল শুরুর আগে তামিম-লিটনদের বিশেষ ক্যাম্প
খেলা ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৫, ২০:২৭
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। খেলোয়াড়রা এখন পরিবারে সময় কাটাচ্ছেন, তবে বিশ্রামের সেই সুযোগ বেশিদিন মিলছে না। বিপিএল শুরুর আগেই জাতীয় দলের ব্যাটারদের নিয়ে শুরু হচ্ছে বিশেষ প্রস্তুতি ক্যাম্প।
আগামী ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ফিল সিমন্সের তত্ত্বাবধানে ব্যাটসম্যানদের বিশেষ স্কিল ক্যাম্প। সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে থাকা সব ব্যাটারই থাকবেন এই ক্যাম্পে। বিশেষ করে ব্যাটিং টেকনিক শক্তিশালী করতেই এমন উদ্যোগ নিয়েছেন প্রধান কোচ সিমন্স।
তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসেন ইমনসহ শীর্ষ ব্যাটাররা যোগ দেবেন ক্যাম্পে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটারদের টেকনিক আরও শানিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন টাইগারদের প্রধান কোচ।
গত এক বছরে ব্যাটিংয়ের দিক থেকে সবচেয়ে বেশি ভুগছে বাংলাদেশ। এক ম্যাচে রান এলেও পরের কয়েক ম্যাচে দেখা গেছে একই ব্যাটিং ধস। এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সফর; সব জায়গায় ব্যাটিং নিয়ে পড়েছে চিন্তা।
একসময় বিদেশি ব্যাটিং কোচ নিয়োগের কথাও ভেবেছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত ভরসা রাখছে দেশি কোচ মোহাম্মদ আশরাফুলের ওপরই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন তিনি। বিপিএল দোরগোড়ায় দাঁড়িয়ে ব্যাটিং শক্তিতে নতুন জ্বালানি ঢোকাতেই আয়োজিত হচ্ছে সিমন্সের এই বিশেষ ক্যাম্প।
এমআই