Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টিতে সুনীল নারিনের বিশ্বরেকর্ড!

টি-টোয়েন্টিতে সুনীল নারিনের বিশ্বরেকর্ড!

খেলা ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৫৭

টি-টোয়েন্টি ক্রিকেটে আরও এক বিশাল অর্জনের মালিক হলেন সুনীল নারিন। পাওয়ার প্লের শেষ ওভারে টম অ্যাবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই রহস্য স্পিনার ছুঁয়ে ফেললেন ৬০০ উইকেটের মাইলফলক। টি-টোয়েন্টি ইতিহাসে তিনি হলেন মাত্র তৃতীয় বোলার, যিনি এই ল্যান্ডমার্কে পৌঁছালেন।

আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন ৩৭ বছর বয়সী নারিন। বুধবার শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে ৩৯ রানের জয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে তুলেছেন ১ উইকেট, যেটিই তাকে নিয়ে গেছে ৬০০ উইকেটের ক্লাবে।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের তালিকার শীর্ষে আছেন রাশিদ খান। ৪৯৯ ম্যাচে তার শিকার ৬৮১ উইকেট। দ্বিতীয় স্থানে আছেন ডোয়াইন ব্রাভো, ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট। তাদের পরেই এবার জায়গা করে নিলেন নারিন। ৫৬৮ ম্যাচের ৫৫৮ ইনিংসে নারিনের উইকেট সংখ্যা এখন ৬০০।

নারিনের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ৫ উইকেট ১৯ রানে, যা তিনি করেছেন একবারই। চার উইকেট নিয়েছেন ১২ বার। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৬.১৬। বোলিং গড় ২২.০৯ এবং স্ট্রাইক রেট ২১.৪—সব মিলিয়ে এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর এক নাম এই স্পিনার।

এই তিনজন ছাড়াও টি-টোয়েন্টিতে ৫০০+ উইকেটের মালিক আছেন কেবল দুজন। আফ্রিকার ইমরান তাহির (৫৭০) ও  বাংলাদেশের সাকিব আল হাসান (৫০৪)।

এমআই