Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

পাকিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১


জয়ের জন্য শেষ তিন ওভারে প্রয়োজন ১৫ রান। কক্সবাজারের কঠিন পিচে এই রান করা কম কঠিন নয়। ১৮তম ওভারের শেষ বলে সপ্তম উইকেট হারিয়ে সমীকরণ আরও কঠিন করে তুললো বাংলাদেশ অ-১৯ নারী দল। তবে ১৯তম ওভারের সাদিয়া বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে অবশেষে জয়ের বন্দরে পৌঁছায় টাইগ্রেসরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজার একাডেমি মাঠে পাকিস্তান অ-১৯ নারী দলের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। পেসার হাবিবা ইসলাম পিংকির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮০ রানে থামে সফরকারীদের ইনিংস। জবাবে সুবর্ণার ৩২ রান ও সাদিয়ার অপরাজিত ১৩ রানে এক ওভার বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এদিকে শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার ওতশি। এরপর জুটি গড়ার চেষ্টা করেন দুই সফরকারী ব্যাটার রাভাইল ও কমল। দশম ওভারে তাদের জুটি ভাঙেন আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া লাবণ্য।

এরপরের গল্পটা কেবল পেসার পিংকির। ১৭তম ওভারেই ৩ উইকেট শিকার করে বসেন এই পেসার। তাতেই পাকিস্তানের ব্যাটিং অর্ডার গুড়িয়ে যায়। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮০ রান।

জবাব দিতে নেমে পাকিস্তানের মতো একই দশা হয় বাংলাদেশের। দ্বিতীয় ওভারে উইকেট হারিয়ে শুরু হয় টাইগ্রেসদের মন্থর ব্যাটিং। তবে একপ্রান্ত আগলে রাখছিলেন ওপেনার সুমাইয়া সুবর্ণা। ৩৮ বলে ৩২ রান করেছেন এই ব্যাটার। তার উইকেট হারানোর পর পরাজয়ের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। তবে ১৯তম ওভারে টানা দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন সাদিয়া। তাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে একটি জয় নিয়ে সমতায় রয়েছে উভয় দল।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১২ ডিসেম্বর। সবগুলোই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এসব ম্যাচ।

এমআই