Advertisement
Us Bangla Airlines
অবশেষে অনুশীলনে দুর্বার রাজশাহী

অবশেষে অনুশীলনে দুর্বার রাজশাহী

খেলা ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯

নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল সকাল ১০টায় অনুশীলনে নামার কথা ছিল দুর্বার রাজশাহীর। কিন্তু পারিশ্রমিকের কোনো টাকা না পাওয়ায় অনুশীলন বয়কট করে রাজশাহীর ক্রিকেটাররা। এমনকি চুক্তির টাকা বুঝে না পেলেও খুলনার বিপক্ষে আজকের ম্যাচ না খেলার হুমকি দিয়েছিল আনামুল হক বিজয়ের দল।

ক্রিকেটারদের এমন আচরণে দিনভর চলে নাটকীয়তা। পরে সন্ধ্যায় হয়েছে বৈঠক। এরপর রাজশাহী কর্তৃপক্ষের থেকে মিলেছে নিশ্চয়তা। তাদের প্রতিশ্রুতি মেনে আজ বৃহস্পতিবার সকালেই দেখা গেল দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন। নির্ধারিত সূচি মেনে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সকালে প্র্যাকটিস করে তাসকিন-বিজয়রা।

পারিশ্রমিক জটিলতায় রাজশাহীর অনুশীলন বাতিল, ম্যাচ বয়কটের হুমকি 

এর আগে গতকাল রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এক খেলোয়াড় জানান, পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন স্থগিত রেখেছেন দলের ক্রিকেটাররা। খেলোয়াড়দের পক্ষে থেকে বলা হয়েছিল তারা অনুশীলন বর্জন করেছেন। 

যদিও ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছে ভিন্ন সুরে। তাদের দাবি, পারিশ্রমিকের সঙ্গে অনুশীলন না করার কোনো সম্পর্ক নেই। রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ বলেন, ক্রিকেটারদের চাওয়াতেই নির্ধারিত অনুশীলন বাতিল করে তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল।

গণমাধমের মুখোমুখি হয়ে জায়েদ বলেন, ‘আমরা তাদের বিশ্রাম দিয়েছি। পেমেন্টের কোন ইস্যু ছিল না। পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল ১৬ তারিখ বিকেল বা দুপুরের পর পর আমরা পেমেন্টগুলো দিয়ে দেব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা ক্রিকেটারই জানে।’

এর আগে, ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার এক সংবাদমাধ্যমকে জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা। 

এমআই