
চোটের গতিতে ‘বোল্ড আউট’ নর্কিয়া, প্রোটিয়া দলে সুযোগ পাচ্ছেন যিনি
খেলা ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৩
দক্ষিণ আফ্রিকার এক্সপ্রেস পেসার আনরিখ নর্কিয়া। বাইশ গজে বল হাতে যতটা গতি তুলেন, তার চেয়ে বেশি গতি তাঁর চোটের। বিশেষ করে আইসিসির কোনো টুর্নামেন্টের আগে নর্কিয়ার চোটে পড়া যেন অবধারিত। ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়নস ট্রফির আগে চোটের কবলে পড়েছেন এ ডানহাতি পেসার।
নর্কিয়াকে নিয়ে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ৩১ বছর বয়সী এই পেসার পিঠের চোটে ভুগছেন। যেই চোট সারিয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আর মাঠে নামা হয়ে উঠবে না তার। অর্থাৎ, নর্কিয়াকে ছাড়াই আরেকটি আইসিসি টুর্নামেন্টে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
চোটের কারণে এর আগে গত দুই ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি এ ফাস্ট বোলার। ২০১৯ বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে পেয়েছিলেন আঙুলে চোট আর ২০২৩ বিশ্বকাপে ভুগিয়েছিল পিঠের চোট। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এরপর নর্কিয়াকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। এবার চ্যাম্পিয়নস ট্রফির আগে ফের পিঠের চোটে পড়তে হল তাঁকে।
— Proteas Men (@ProteasMenCSA) January 13, 2025
এর আগে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নর্কিয়াকে দলে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। তাতে আইসিসির আট জাতির টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরার কথা ছিল তাঁর। তবে নর্কিয়ার চোট নতুন করে স্ক্যান করিয়ে জানা গেছে, ইনজুরি কাটিয়ে মাঠে নামা সম্ভব হবে না এ ক্রিকেটারের। যে কারণে দল ঘোষণার পর নর্কিয়াকে বাদ দিতে হচ্ছে তাদের।
আনরিখ নর্কিয়ার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত হলেও স্কোয়াডে নতুন সদস্যের নাম ঘোষণা করেনি সিএসএ। তবে এ এক্সপ্রেস পেসারের অবর্তমানে কোয়েৎজির দলে জায়গা পাওয়ার সম্ভবনা খুব বেশি।
এমআই