
চট্টগ্রামের জার্সিতে নাটকীয় আরাফাত সানির নতুন ২ কীর্তি
খেলা ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ২১:৫৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে অংশ নিয়েছিল চিটাগং কিংস। ২০১৩ সালে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনালে ওঠে দলটি। বকেয়া বেতন ও ফিক্সিংয়ের অভিযোগে পরের আসরেই বন্দর নগরীর এ দলের মালিকানায় পরিবর্তন আসে। ডিবিএল গ্রুপের তত্ত্বাবধানে ২০১৫-২০১৯ পর্যন্ত বিপিএলে চার আসর রাজত্ব করে চিটাগং ভাইকিংস। এরপর ২০২২ সালে বিপিএলের ৮ম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নতুন দলের উন্মোচন হয়। এবারের আসরে চ্যালেঞ্জার্সরাও বিপিএল যাত্রায় ইস্তফা দেয়।
চট্টগ্রামের দল নিয়ে নানা নাটকীয়তা শেষে চলতি বিপিএলে নতুন প্রত্যয়ে ফিরে পুরনো চিটাগং কিংস। সাকিব আল হাসান, মঈন আলী, ম্যাথুউসদের দলে ভিড়িয়ে শুরুতেই চমক দেখায় বন্দর নগরীরর দলটি। তবে এদের মাঝে যেন সুপ্ত চমক দলটির স্পিনার আরাফাত সানি। বিপিএলের ড্রাফট থেকে এবার আরাফাত সানিকে দলে ভেড়ায় সিলেট সিক্সার্স। কিন্তু নাটকীয়তার জন্ম দিয়ে এ বাঁহাতি স্পিনার খেলছেন চট্টলার দলে।

আরাফাত সানি কোন নিয়মের মধ্যে বিপিএলের দল পরিবর্তন করেছেন, তা এখন পর্যন্ত খোলাসা করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি বিপিএলের ২২ ম্যাচ অতিবাহিত হলেও গভর্নিং কাউন্সিল থেকে আজ পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু এরইমধ্যে বিপিএলে চিটাগং কিংসের হয়েই একাধিক ম্যাচ খেলে ফেলেছেন আরাফাত সানি।
চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে খুলনা একাই গুঁড়িয়ে দিয়েছিলেন এ বাঁহাতি স্পিনার। তিন উইকেট নিয়ে দিন শেষে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের এ ম্যাচে নতুন দুইটি রেকর্ড গড়েছেন আরাফাত। দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন তাঁর দখলে।
চিটাগং কিংসের সাথে প্রথম আসর থেকেই ছিলেন আরাফাত সানি। ফলে তিন আসর মিলিয়ে এ বাঁহাতি স্পিনার খেলেছেন ২৫টি ম্যাচ। তাতেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে উঠেছেন এ বোলার। তালিকায় সবার ওপরে উঠতে সানি টপকেছেন এনামুল হক জুনিয়রকে। যিনি ২০১২, ২০১৩ মৌসুমে চিটাগং কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন। বাঁহাতি স্পিনার এবার অবশ্য দায়িত্ব পালন করছেন ফ্র্যাঞ্চাইজিটির কোচিং প্যানেলে।
Arafat Sunny shines bright with a stellar catch
Posted by Chittagong Kings on Thursday, January 16, 2025
সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ ক্যাচ ধরায় রেকর্ড গড়েছেন টাইগার স্পিনার আরাফাত সানি। কিংসদের জার্সিতে এ বোলারের ক্যাচ সংখ্যা এখন ১২টি। এ তালিকায় আরাফাতের পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চিটাগং কিংসের সবশেষ আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন বর্তমানে বরিশালের হয়ে খেলা রিয়াদ।
এমআই