Advertisement
Us Bangla Airlines
মাঠে ফিরতে ‘তাড়াহুড়ো’ নেই সৌম্যের, জানালেন পরিকল্পনা

মাঠে ফিরতে ‘তাড়াহুড়ো’ নেই সৌম্যের, জানালেন পরিকল্পনা

খেলা ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫২

জাতীয় দলে ফেরার পর ব্যাট হাতে ভালো ছন্দেই আছেন বাংলাদেশের টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকার। সবশেষ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চোখ জুড়ানো শটে নিজের সামর্থ্যের প্রতিচ্ছবি তুলে ধরেছিলেন। রংপুরকে শিরোপা জিতিয়ে সৌম্য যোগ দিয়েছিলেন টাইগার শিবিরে। ক্যারিবিয়ানদের বিপক্ষেও মন্দ করেননি এ বাঁহাতি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েন সৌম্য সরকার।

চলতি বিপিএলে সৌম্যকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। ইতোমধ্যে আসরের ৮ ম্যাচ খেলে ফেললেও সৌম্যর সার্ভিস পায়নি বিপিএলের অপরাজিত দলটি। তবে ইনজুরির বিড়ম্বনা কাটিয়ে রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন এ বাঁহাতি ওপেনার। নিজেকে প্রস্তুত করতে আরও সময় নিচ্ছেন তিনি।

চোট কাটিয়ে রংপুরের সঙ্গে যোগ দিলেন সৌম্য সরকার

বিপিএলে রংপুরের ম্যাচের ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌম্য জানান, ‘সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সবসময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।’

অনুশীলনে ফিরলেও বাইশ গজে ফেরা নিয়ে তড়িঘড়ি করতে চান না সৌম্য সরকার। বরং ফিজিওর পরামর্শ নিয়ে আস্তে-ধীরে পুনর্বাসন প্রক্রিয়া সারছেন তিনি।

গ্লোবাল সুপার লিগে ব্যতিক্রমী সৌম্য সরকার

সৌম্য বলেন, ‘চেষ্টা করছি (দ্রুত মাঠে ফিরতে)। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে। ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। উনারা ভালো বলতে পারবেন। আমি (ব্যাটিং) শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন। এরকমভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।’

সৌম্য তার চোট নিয়ে আরও বলেন, ‘পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে (ফিরতে)। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।’

এমআই