Advertisement
Us Bangla Airlines
চেক বাউন্সের গুঞ্জন নিয়ে যা বললেন রাজশাহীর ম্যানেজার

চেক বাউন্সের গুঞ্জন নিয়ে যা বললেন রাজশাহীর ম্যানেজার

খেলা ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে যতটা সম্মান কুড়িয়েছে, তার থেকে কয়েকগুণ বেশি বদনাম কুড়িয়েছে মাঠের বাইরে। এর কারণ ফ্র্যাঞ্চাইজি দলগুলোর অনিয়ম। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি অনিয়মটা করেছে পদ্মার পাড়ের দল দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে এখনও দলটির দুর্বল অবস্থা বিরাজমান।

চট্টগ্রাম পর্ব থেকেই শুরু হয় রাজশাহীর নাটকীয় পর্ব। টাকা না দেওয়ায় অনুশীলন বয়কট করে তাসকিন-বিজয়রা। এরপর সমাঝোতা করা হলেও বিষয়টির পুরোপুরি সুরাহা হয়নি। গত রোববার পারিশ্রমিক না পাওয়ায় মাঠে আসেননি কোনো বিদেশি ক্রিকেটার। ফলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি খেলোয়াড় ছাড়াই সেদিন ম্যাচ খেলেছে রাজশাহী। 

রংপুরকে রেকর্ড গড়তে দিল না বিতর্কিত রাজশাহী

একইদিন দেশীয় ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে পারিশ্রমিকের খাম হাতে ছবি দিয়েছিলেন। কিন্তু সেখানে থাকা চেকের মাধ্যমে টাকা পাচ্ছেন না তারা। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) ব্যাংকে দলের পক্ষ থেকে দেওয়া চেক জমা দিয়েছিলেন ক্রিকেটাররা। সেই চেকের টাকা আজ পাওয়ার কথা থাকলেও তারা পাননি। ফলে ধারণা করা হচ্ছে এবারও চেক বাউন্স (চেক ফেরত বা ডিজওনার) হতে পারে। 

দলটিতে অবস্থান করা একাধিক ক্রিকেটার জানিয়েছেন, এখনও তারা টাকা পাননি। এমনকি ব্যাংক থেকে কোনো মেসেজ আসেনি তাদের কাছে। ফলে আবারও চেক বাউন্স হয়েছে কি না সেই গুঞ্জন উঠেছে।

হঠাৎ অধিনায়ক পরিবর্তন করলো দুর্বার রাজশাহী!

এ বিষয়ে দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহেরাব হোসেন অপি জানিয়েছেন, ‘এ ব্যাপারে ক্রিকেটাররা আমাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি। কিংবা কেউ বলেনি যে চেক বাউন্স করেছে। যে জিনিসটা জানি না সেটি নিয়ে মন্তব্য করতে চাই না।’ এ ছাড়া ম্যানেজার অপি নিজেও টাকা পাননি বলে জানিয়েছেন। এদিকে, চেক বাউন্স ইস্যুতে আজই (মঙ্গলবার) রাজশাহীর ক্রিকেটাররা নিজেদের ভেতর আলোচনায় বসবেন বলে জানা গেছে।

এমআই