
বরিশালের বেঞ্চ অন্য দলের চেয়েও শক্তিশালী, দাবি তাইজুলের
খেলা ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫, ২৩:০৮
বিপিএলের ড্রাফট থেকে ফরচুন বরিশাল দলে জায়গা পেয়েছিলেন তরুণ ব্যাটার আরিফুল ইসলাম। এরপর এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি। পিচের চারপাশেই খেলতে পারেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু বিপিএলের গ্রুপ পর্বের ৪০ ম্যাচ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত সেরা একাদশে একবারও সুযোগ মিলেনি এই ক্রিকেটারের।
শুধু আরিফুল নয়, বরিশালের স্কোয়াডে থাকা টাইগার পেসার শহীদুল ইসলামকেও খেলানো হয়নি কোনো ম্যাচ। এছাড়া অফ স্পিনার নাঈম হাসানকে বসে থাকতে হচ্ছে বেঞ্চে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দলটিতে কম্বিনেশনের কারণে সুযোগ পাচ্ছেন না। এমনকি টুর্নামেন্টের শুরুতে আসা ডেভিড মালানকেও বসে থাকতে হয়েছিল।
গত আসরের চ্যাম্পিয়নরা এবার যে পরিমাণ ক্রিকেটার নিয়েছে, তাতে প্রায় প্রতি ম্যাচেই রোটেশন করতে দেখা যায়। ভালো করেও কম্বিনেশনের কারণে বাদ পড়ার নজির এবার বরিশাল একাধিকবার দেখিয়েছে। এমন দলের বেঞ্চকে অন্যান্য মূল দলের চেয়েও শক্তিশালী বললেন দলটির বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বরিশাল শনিবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে। ১১ ম্যাচের ৯টিতে জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। এর আগে দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। সেখানে এই ক্রিকেটার দাবি করেছেন, তাদের বেঞ্চের শক্তি অন্যদের মূল দলের চেয়েও শক্তিশালী।
একাদশে সুযোগ না পাওয়ার বিষয়ে তাইজুল বলেন, ‘আমাদের দলটা তো দেখতে হবে। অন্য দলগুলো দেখেন, আমাদেরটা দেখেন। আমাদের দলের বেঞ্চে কারা কারা বসে আছে। আমার কাছে মনে হয়, তাদেরকে দিয়ে অন্য দলের চেয়ে হয়তো ভালো দল করা যাবে।’
তাইজুল তার না খেলার বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তার মতে, রিশাদ ও তানভীর খারাপ করলে তার সুযোগ আসত, ‘আমি ম্যাচ খেলিনি। না খেলাই স্বাভাবিক। রিশাদ ও তানভির এখন টি-২০ সংস্করণে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছে। এখানে আমি অনেক ম্যাচ খেলব, এই প্রশ্নই আসে না। দল ভালো খেলছে, এটাই গুরুত্বপূর্ণ।’
এমআই