Advertisement
Us Bangla Airlines
‘মিরপুরে বিদেশিদের বল করতে ভালোই লাগে’

‘মিরপুরে বিদেশিদের বল করতে ভালোই লাগে’

খেলা ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭

লিগ পর্ব পার করে নক আউট পর্বে অবস্থান করছে বিপিএলের একাদশ আসর। ইতোমধ্যে এলিমিনেটর ম্যাচ শেষ হয়েছে। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার সেই ম্যাচে সোহানদের উড়িয়ে দিয়েছে মেহেদি মিরাজের দল। খুলনার এমন জয়ে অবশ্য বড় অবদান রেখেছেন দলটির স্পিনাররা। নাসুম-মিরাজ ঘূর্ণিতে কুপোকাত হয়েছে রংপুরের বাঘা বাঘা ব্যাটসম্যান।

বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুরকে মাত্র ৮৫ রানেই আটকে দেয় খুলনা টাইগার্স। যেখানে রংপুরের ৭টি উইকেটই নিয়েছে খুলনার স্পিনাররা। বাকি ৩টির দুটো পেয়েছেন মুশফিক-হাসান, আরেকটি রান আউট। স্পিনারদের এমন উজ্জ্বল দিনে বল হাতে রংপুরের ব্যাটিং স্তম্ভ গুঁড়িয়ে নাসুম আহমেদ। দলটির হয়ে একাই ৩ উইকেট তুলেন খুলনা দলের নিয়মিত মুখ।

নাসুমের বোলিং ফিগারও চোখে পড়ার মতো। ৪ ওভারে ১ মেইডেনে ১৬ রান খরচায় তুলেছেন ৩ উইকেট। যেখানে টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো ব্যাটাররা আউট হয়েছেন। নজরকাড়া পারফরম্যান্সের দিন ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন নাসুম আহমেদ। 

৯ ম্যাচ খেলেও ‘কম্বিনেশন’ মেলাতে পারছে না খুলনা

ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে সংবাদ সম্মেলনে এ বাঁহাতি স্পিনার বলেন, ‘যখন বল করছিলাম আমার ভালোই লাগছিল। বিশেষ করে এই উইকেটে আমার বিদেশিদের বল করতে ভালোই লাগে (হাসি)। ৩ জন বিদেশি যে খেলবে তা তো আগে জানতাম না। শুনছিলাম আসবে। সেভাবে প্ল্যানও করতে পারিনি। এই উইকেটে বিদেশিদের বল করতে ভালোই লাগে।’

মিরপুরের উইকেট প্রসঙ্গে নাসুম বলেন, ‘আমাদেরও ইচ্ছা ছিল ব্যাট করা। টসে জিতলে প্ল্যান ছিল আগে ব্যাট করা। ১৮০ রানের উইকেট ছিল। আমার কাছে মনে হয় প্রথম রান আউটে তারা (রংপুর) একটু ব্যাকফুটে চলে যায়।'

চ্যাম্পিয়নস ট্রফিতে এমন পারফরম্যান্স কাজে আসবে কি না, এই প্রসঙ্গে নাসুম বলেন, ‘ওটা আলাদাভাবে পরিকল্পনা করব। বর্তমানে বিপিএলটা নিয়েই আছি। ওটা ভালোভাবে শেষ করি।’

এমআই