 
                                    প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষা
খেলা ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১
বিপিএলে কয়েকদিন আগে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কবলে পড়েছেন চিটাগং কিংসের রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। তবে পরীক্ষা দিয়ে ইতোমধ্যে সন্দেহের তালিকা থেকে উতরেছেন তিনি। এবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হলেন দলটির আরেক স্পিনার আরাফাত সানি। বিপিএলের গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমেছিল চিটাগং কিংস। সেখানেই আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচটির দুই অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরিই। অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় আগামী ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে এই বাঁহাতি স্পিনারকে।
বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও অন্তত এক সপ্তাহ খেলতে পারেন সেই বোলার। সেই নিয়মে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিলেন সানি। এমনকি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে বাধা নেই তাঁর। যদিও এরপরেই অ্যাকশন পরীক্ষায় বসবেন আরাফাত সানি। আগামী ৬ ফেব্রুয়ারি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তাঁর।
বিপিএলের চলতি আসরে ৯ ইনিংসে বল করে ২৪৯ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন আরাফাত সানি। প্রতি ২৪.৯০ রানে পেয়েছেন ১টি করে উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৮ এর বেশি রান। এমনকি যেই ম্যাচে তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখানেও ৪ ওভার বল করে ৪১ রান খরচায় ১টি উইকেট তুলেছিলেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কবলে পড়েন আরাফাত সানি। ভারতে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। যদিও ওই বছরই বোলিং অ্যাকশন শুধরে স্বীকৃত ক্রিকেটে ফিরেছিলেন এই স্পিনার।
এমআই
 
                         
                     
             
                     
                     
                    