
হঠাৎ বিপিএল ছাড়লেন ইয়েশা সাগর, কারণ কী?
খেলা ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮
সমালোচনার বিপিএলে আলোচনার জন্ম দিয়েছিলেন বিদেশি হোস্ট ইয়েশা সাগর। চিটাগাং কিংসে প্রথমবার নিয়োগ পাওয়া এই উপস্থাপিকা বেশ জনপ্রিয়তাও কুড়িয়েছিলেন। এছাড়া থ্রি-পিস, শাড়িতে গ্যালারিতে উপস্থিত হয়ে প্রশংসায় ভেসেছেন এই কানাডিয়ান মডেল-অভিনেত্রী ও প্রেজেন্টার।
ইয়েশাকে নিয়ে ভক্তদের উন্মাদনাও কম ছিল না। গ্যালারিতে জুড়ে তার নামে প্লেকার্ডে ছেয়ে গিয়েছিল। এমনকি সেলফি তুলতে দেখা যেত ভক্তদের সিরিয়াল। পাশাপাশি সামাজিক মাধ্যমে দেখা যেত ইয়েশা বন্দনা। তবে গত কয়েকদিন ধরেই চিটাগংয়ের পেইজে কিংবা স্টেডিয়ামে অনুপস্থিত ছিলেন ইয়েশা।
সবশেষ খবর হল, উন্মাদনা ছড়ানো এই উপস্থাপিকা হুট করে বিপিএল ছেড়েছেন। ফ্র্যাঞ্চাইজির সাথে পারিশ্রমিক নিয়ে ঝামেলা চলছিল তাঁর। এর জেরেই ক্ষুব্ধ ইয়েশা বিপিএল ছেড়ে চলে গিয়েছেন।
ইয়েশাকে নিয়ে অবশ্য ভিন্ন খবর শুনিয়েছে চিটাগং কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির চুক্তি মোতাবেক শেষ পর্যন্ত কাজ করেননি এই কানাডিয়ান মডেল। ফলে তার বিরুদ্ধে উকিল নোটিশও পাঠিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চিটাগং শিবির ছেড়েছেন ইয়েশা সাগর।
কানাডিয়ান এই মডেলের পারিশ্রমিকের বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’
ইয়েশা তাদের চুক্তি অনুযায়ী কাজ করেননি জানিয়ে চিটাগংয়ের মালিক বলেন, ‘আমাদের স্পন্সরদের সব কাজ সে (ইয়েশা সাগর) রিজেক্ট করেছে। এছাড়া ফটোশুট বা অন্য যা আছে, এসবে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে, তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। তবুও সে চলে গেল কেন?’
উল্লেখ্য, বিপিএলই প্রথম নয়, এর আগে কানাডার জি-২০, নেপালের লিগসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সঞ্চালনা করেছেন ইয়েশা সাগর। ভারতীয় বংশোদ্ভূত এই কানাডিয়ান উপস্থাপনার পাশাপাশি মডেলার হিসেবেও কাজ করছেন। পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার। ইতোমধ্যে ৩০টি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি।
এমআই