Advertisement
Us Bangla Airlines
ফের ‘ভুল থেকে শিক্ষা’ নেওয়ার বাণী শোনালেন শান্ত

ফের ‘ভুল থেকে শিক্ষা’ নেওয়ার বাণী শোনালেন শান্ত

খেলা ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪

ওয়ানডে ক্রিকেটে গেল দুই বছর ধরে বাংলাদেশের যা-তা অবস্থা। সবশেষ ৬ দ্বিপাক্ষিক সিরিজের ৫টাই হেরেছে টাইগাররা। ব্যর্থতার ধারাবাহিকতা চ্যাম্পিয়নস ট্রফিতেও অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। পাশাপাশি শূণ্য হাতে ফেরার আগে বাণী চিরন্তনী যেন পুনরাবৃত্তি করেছেন টাইগারদের দলপতি নাজমুল হোসেন শান্ত।

গেল দুই বছর ধরে অবশ্য একই বাণী শোনাচ্ছেন তিনি। ভুল থেকে শিক্ষা নেওয়ার অমোঘ বাণী। শুধু শান্তই নন, দলের হয়ে যিনিই গণমাধ্যমে কথা বলেতে আসেন; প্রতেক্যের কণ্ঠেই একই গল্প শোনা যায়। কিন্তু শিক্ষা নেওয়া কিংবা নিজেদের পরিবর্তণের বাস্তবিক চিত্র আদতে দেখা যায় না বাংলাদেশের পারফরম্যান্সে।

‘আল্লাহ কী লিখে রেখেছেন জানি না, আমরা মেহনত করছি’

চ্যাম্পিয়নস ট্রফিতে আসার আগে চ্যাম্পিয়ন হওয়ার গল্প শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, গ্রুপ পর্বে লড়াইটুকু করতে পারেনি তার দল। করবেই বা কীভাবে? লড়াই করার জন্য যে রসদ প্রয়োজন, ব্যাট হাতে উভয় ম্যাচেই সেই রসদ সংগ্রহে ব্যর্থ ছিল তার দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার গল্প গেল কয়েক বছর ধরেই শোনাচ্ছে বাংলাদেশ। বাস্তবে লবডঙ্কা।

ভারত, নিউজিল্যান্ডের সঙ্গে হারার পর চ্যাম্পিয়নস ট্রফি থেকে কার্যত ছিটকে পড়েছে বাংলাদেশ দল। আজ নিয়মরক্ষার ম্যাচে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দৌড়।

ম্যাচ না জিতেও কত টাকা পাচ্ছেন শান্তরা?

ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করার পর টিভি ব্রডকাস্টারদের সাথে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি খুব হতাশ। আমরা সত্যিই এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার ওপর তো আমাদের হাত নেই।’

এরপর ব্যর্থতার ইস্যুতে চিরাচরিত গল্প শোনান বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা যেভাবে দুই ম্যাচে দীর্ঘ সময় ধরে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম, সেটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। সঠিক পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা মাঠে প্রয়োগ করতে হবে।’

‘জিম্বাবুয়ে হওয়ার পথে বাংলাদেশ’

বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট নিয়ে শান্ত বলেন, ‘আমরা সবসময় পেস বোলিং ইউনিট নিয়ে লড়াই করেছি। তবে গত কয়েক বছরে অনেক পেসার উঠে আসছে। দেশের মাটিতে কয়েকজন বোলার ভালো করছে। তাসকিন, রানা এসেছে। মোস্তাফিজ আছেন। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। আমি আশা করি, তারা দলের জন্য সেরাটা দেবে।’

চ্যাম্পিয়নস ট্রফিকে যেন ডট বলের টুর্নামেন্ট বানিয়ে ফেলেছিল বাংলাদেশ। স্ট্রাইক পরিবর্তণ নিয়ে বেশ সমালোচনাও হজম করতে হয়েছিল টাইগারদের। ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেশন নিয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘নেটে আমাদের সঠিকভাবে অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করতে হবে।’

এমআই