
মোশতাকের সঙ্গে আরও ২ বছর চুক্তি বাড়াতে চায় বিসিবি
খেলা ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১৯:৫৮
স্পিন বোলিংয়ের বাংলাদেশের সঙ্গে লম্বা সময় কাটিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ। পারিশ্রমিক না বাড়ায় এবং চুক্তির বাকি বিষয় না মিলায় সবশেষ চুক্তির মেয়াদ আর নবায়নে আগ্রহ দেখাননি তিনি। এরপর দেশি কোচ দিয়ে কিছুদিন চালিয়ে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন স্পিন কোচ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মোশতাক আহমেদ। বাংলাদেশের সঙ্গে মাত্র দুই মাস কাজ করেই সবার মন জয় করেছিলেন এই কোচ। এরপর মোশতাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চেয়েছিল তৎকালীন পাপন আহমেদের বোর্ড।
পাকিস্তানের এই কোচ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডসহ অন্যান্য চুক্তিতে থাকায় সেই কাজটা করতে পারেনি বিসিবি। তবে বাকি চুক্তির সাথে সমন্বয় করে মোশতাক আহমেদ বাংলাদেশের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিতেও কাজ করেছেন। এবার সেই লেগ স্পিন কোচের সঙ্গে দীর্ঘকালীন চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চুক্তি প্রসঙ্গে মোশতাক বলেন, ‘দীর্ঘকালীন চুক্তি নিয়ে আমার ম্যানেজারের সাথে এসব ব্যাপারে কথা হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশ আমাকে ২ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এই ব্যাপারে আমি বেশ সম্মানিত বোধ করছি। একজন কোচ হিসেবে প্রভাব বিস্তার করার জন্য আপনার সময় লাগবে।’
তিনি বলেন,‘আমার রোলে বছরে ১৩০-১৪০ দিন আমাকে কাজ করতে হয় এবং আমার ম্যানেজার সবকিছু প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। কেবল জাতীয় দল নয়, আমি অনূর্ধ্ব-১৯ এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের সাথেও আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আশা করি, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ একটি খবর হবে।’
এমআই