
শচীনের যে রেকর্ডের সঙ্গী শুধুই স্টিভ স্মিথ
খেলা ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ২২:০৬
বিশ্ব ক্রিকেটে বর্তমানে রাজত্ব করছেন এমন খেলোয়াড়দের একজন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে অজিদের অন্তর্বর্তী অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই ক্রিকেটার। মিনি বিশ্বকাপে মাঠে নামার আগে স্মিথের অবশ্য বাজে অভিজ্ঞতা হয়েছিল। লঙ্কানদের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল তাঁর নেতৃত্বাধীন দল।
চ্যাম্পিয়নস ট্রফিতে পা রাখার আগে আইসিসি টুর্নামেন্টে নিজের অতীত অবস্থা স্মরণ করিয়ে দিয়েছিলেন স্টিভ স্মিথ। বিশ্লেষকদের চোখে খুব একটা পাত্তা না খর্বকার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব গুণে সেমিফাইনালে তুলেছেন এই ক্রিকেটার। ভারতের বিপক্ষে সেমিতে এসে ফিফটি হাঁকিয়েছেন স্মিথ। আউট হওয়ার আগে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ রান করেছেন তিনি।
ভারতের বিপক্ষে ফিফটি করেই নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন স্টিভ স্মিথ। আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের নক আউট পর্বে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫ বা তার চেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন এই ব্যাটার। এর আগে একক ব্যাটার হিসেবে এই মাইলফলক ছিল ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারের দখলে। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন স্টিভ স্মিথ।
ওয়ানডে টুর্নামেন্টের নক আউট পর্বে অবশ্য পাঁচের কম পঞ্চাশোর্ধ ইনিংস আছে একাধিক ক্রিকেটারের। আইসিসি ওয়ানডে ইভেন্টের নক আউটে ৪টি করে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন শিবনারায়ণ চন্দরপল, সৌরভ গাঙ্গুলি, জ্যাক ক্যালিস, বিরাট কোহলি, রিকি পন্টিং, শেন ওয়াটসন। তিনটি করে ইনিংস আছে ভারতের ধনীর এবং কিউই ব্যাটার গ্রান্ট এলিয়টের।
সবমিলিয়ে আইসিসির তিন সংস্করণের নক আউট পর্বে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ক্রিকেটের বড় মঞ্চে মোট ৯টি ইনিংস রয়েছে ভারতীয় তারকার। কোহলির পরেই এ তালিকায় সেরা পাঁচে আছেন টেন্ডুলকার (৬), জ্যাক ক্যালিস (৫), কুমার সাঙ্গাকারা (৫) এবং স্টিভ স্মিথ (৫)।
এমআই