Advertisement
Us Bangla Airlines
কত টাকায় বিক্রি হলো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট?

কত টাকায় বিক্রি হলো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট?

খেলা ডেস্ক

০৬ মার্চ ২০২৫, ২০:৫৯

অনিশ্চয়তার শঙ্কা দেখানো চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত আয়োজিত হয়েছে। তবে যেই ইস্যুতে অনিশ্চয়তার মেঘ দেখা গিয়েছিল, সেটা ঠিকই আদায় করে নিয়েছে ভারত। ফলে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালে আগামী ৯ মার্চ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। 

ক্রিকেটে ভারত মানেই আলাদা উন্মাদনা। ভক্ত-সমর্থকদের দিক থেকেও পুরো বিশ্বে ভারত সবচেয়ে এগিয়ে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যেই বিক্রি হয়েছিল ভারতের সব টিকিট। এমনকি দুবাইয়ের অনিশ্চিত সেমিফাইনালের টিকিট অগ্রিম কিনে রেখেছিল ভারতীয় সমর্থকেরা। এবার ফাইনালের ম্যাচের আগেও দেখা গেল একই চিত্র।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের জেতার পরই চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিশ্চিত হয়ে যায়। ফলে সেদিন রাতেই দুবাই স্টেডিয়ামের টিকিট বিক্রি শুরু করে আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেন। তাতে মাত্র ২ ঘণ্টায় অনলাইনের সব টিকিট বিক্রি হয়ে যায়।

জানা যায়, ফাইনাল ম্যাচের টিকিটে মূল্য বাড়িয়েছে আইসিসি। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আড়ইশ আমিরাতি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার টাকার কিছু বেশি। সর্বোচ্চ ১২ হাজার দিরহাম দাম ধরা হয়েছে এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির। বাংলাদেশি মুদ্রায় যার দাম পায় ৪ লাখ টাকা।

তবে ফাইনাল ম্যাচ দেখতে খুব একটা দর্শক যেতে পারবেন না। কারণ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ২৫ হাজার। ফলে টিকিটের জন্য দর্শকদের চাহিদা থাকলেও আইসিসির সামনে অতিরিক্ত টিকিট বিক্রি করার সুযোগ নেই। অবশ্য ফাইনালে ভারত না থাকলে লাভ হতে পারত আইসিসির। কারণ, ভারতের পরিবর্তে অস্ট্রেলিয়া ফাইনাল খেললে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হতো শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে দর্শক ধারণ ক্ষমতা ছিল ৬০ হাজার।

উল্লেখ্য, ২০০০ সালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। আর ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এবং ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। 

এমআই