
শামি, ডির্ভোস এবং খরচের নতুন কাঠগড়
খেলা ডেস্ক
১১ মার্চ ২০২৫, ২৩:২০
নিউজিল্যান্ডকে হারিয়ে ২০১৩ সালের পর প্রথম ওয়ানডে শিরোপা জিতেছে ভারত। মাঝে একাধিকবার ফাইনাল খেলা হলেও শিরোপার স্বাদ পায়নি রোহিত শর্মারা। আইসিসি টুর্নামেন্টে ভারতের জার্সিতে নিয়মিত পারফর্ম করেন মোহাম্মদ শামি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় জাতীয় দলের স্কোয়াডে ছিলেন এই ক্রিকেটার।
দুবাইয়ের নিচু ও মন্থর পিচে শামির অবদান কম নয়। এক ফাইফারের সঙ্গে টুর্নামেন্টে ৯ উইকেট নিয়েছেন এই পেসার। ভারতের হয়ে কোনো পেসারের যা সর্বোচ্চ উইকেট সংখ্যা। চ্যাম্পিয়নস ট্রফির শুরুর আগে ইংল্যান্ড সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ শামি। এর আগে ইনজুরির সঙ্গে করেছেন লড়াই।
শামির ডিভোর্স
২০২৩ সালে স্বাগতিক দেশ হয়েও বিশ্বকাপের শেষ ম্যাচে হেরেছিল ভারত। দলের দুর্দিনে গুরুতর ইনজুরিতে পড়েন মোহাম্মদ শামি। ফলে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই ক্রিকেটার। এর মাঝেই মরার ওপর খাঁড়ার ঘা প্রবাদের যেন অনুধাবণ করেছিলেন শামি। বিবাহ বিচ্ছেদের দৌরাত্ম্য এর মাঝেও টেনেছিলেন এই বোলার।
২০১৪ সালে ভারতীয় অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামির। ২০১৫ সালে তাঁদের জীবনে আসে কন্যাসন্তান আয়রা। তবে ২০১৭ সালে শামির বিরুদ্ধে একগাদা অভিযোগ করেছিলেন হাসিন। এরপর ২০১৮ থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। এমনকি আদালতে শামির নামে মামলাও ঢুকেন এই অভিনেত্রী।
মামলায় শামিকে বৈবাহিক বিশ্বাসঘাতকতা, ম্যাচ ফিক্সিং এবং গার্হস্থ্য হিংসার জন্য অভিযুক্ত করেছিলেন হাসিন। বিবাহ বিচ্ছেদ মামলার এত বছর পার হয়ে গেলেও এখনো তা বিচারধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ তাদের এখনো আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়নি। ভারতীয় গণমাধ্যম বলছে, তারা কেউই বিচ্ছেদের জন্য আবেদনই করেননি।
খরচের নতুন কাঠগড়
শামির সাথে আইনি লড়াইয়ে একাধিক অভিযোগ করেছেন হাসিন জাহান। যার মধ্যে অন্যতম হল, শামি নিজের কন্যাকে দেখেন না। এমনকি শামি নিজে দামি গাড়ি কিনলেও নিজের কন্যাকে কম দামি জামা দেন বলে অভিযোগ তুলেছিলেন তিনি। এছাড়া ভারতীয় পেসারের বিরুদ্ধে পরকীয়া ও গড়াপেটার অভিযোগ আনেন এ অভিনেত্রী।
হাসিনের অভিযোগের ভিত্তিতে তার আইনজীবী মোহাম্মদ শামি থেকে মাসিক ১০ লাখ টাকা (ভারতীয় রুপি) খোরপোষের দাবি করেছিলেন। যেখানে ৭ লাখ হাসিনের জন্য এবং ৩ লক্ষ তাঁদের কন্যার আয়রার জন্য। তবে ২০২৩ সালে আদালত শামিকে প্রতি মাসে ১ লক্ষ ৩০ হাজার রুপি ভরণপোষনের জন্য পাঠাতে নির্দেশ দেন।
বাইশ গজে ব্যতিক্রম শামি
ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যাওয়ার পরেও বাইশ গজে ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ শামি। পারপার্শ্বিক সমস্যাগুলো খেলার মাঠে নামার আগে বোতলবন্দী করে রাখেন এই ফাস্ট বোলার। ২০১৮ সাল থেকে স্ত্রী থেকে আলাদা থাকা শামি এই সময়ের মধ্যে বল হাতে তিন সংস্করণে তুলে নিয়েছেন ২৬৮ উইকেট। যা পুরো ক্যারিয়ারের সিংহভাগ অর্জন।
শামির অর্জনের খাতায় এবার যোগ হলো আইসিসির শিরোপা। ২০১৩ সাল থেকে ভারতের জার্সিতে খেলা মোহাম্মদ শামি একাধিক ম্যাচ খেললেও কখনো শিরোপা জিততে পারেননি। উল্টো অপয়া শামি হিসেবে বদনাম শুনতে হয়েছে তাঁকে। এবার পরিশ্রম আর ত্যাগে বদনাম থেকে শামির নাম কাটা পড়েছে।
এমআই