Advertisement
Us Bangla Airlines
ফাইনালে খেলতে নেমেই কোহলির ৫৫০, রোহিতের ৪৯৯!

ফাইনালে খেলতে নেমেই কোহলির ৫৫০, রোহিতের ৪৯৯!

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৫, ১৯:০৭

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টসে হেরে ফিল্ডিং করছে ভারত। আইসিসির এই টুর্নামেন্ট এ নিয়ে টানা তিনটি ফাইনাল খেলছে রোহিত শর্মারা। ২০১৩ সালে খেলা সেই দলের রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এবারের ফাইনাল ম্যাচের স্কোয়াডেও আছেন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ খেলতে নেমেই নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন বিরাট কোহলি

ভারতের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটার ইতোমধ্যে ম্যান ই ব্লুদের হয়ে ৫৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে নামার আগে তার ম্যাচ সংখ্যা ছিল ৫৪৯টি। ফাইনাল দিয়ে সাড়ে পাঁচশের এলিট ক্লাবে যোগ দিলেন কিং কোহলি। বর্ণিল ক্যারিয়ারে ১২৩টি টেস্ট, ৩০২টি ওয়ানডে ও ১২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন এই ব্যাটার।

কোহলির মাইলফলকে পা রাখার দিনে ১ ম্যাচের আক্ষেপ থাকবে রোহিত শর্মার জন্য। ফাইনাল ম্যাচে মাঠে নামার দিন ভারতের জার্সিতে রোহিতের ম্যাচ সংখ্যা এখন ৪৯৯। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলে যদি রোহিত বিদায় নেন, তবে পাঁচশত ম্যাচ না খেলার আক্ষেপ রয়ে যাবে।

ভারতের হয়ে টেস্টে ৬৭, ওয়ানডেতে ২৭৩ এবং টি-টোয়েন্টিতে ১৫৯ ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। এর মধ্যে অধিনায়ক হিসেবে ১৪২ ম্যাচ এবং বাকি ম্যাচ খেলেছেন ৭ অধিনায়কের নেতৃত্বে। তিন সংস্করণ মিলিয়ে ৪২ গড়ে ১৯ হাজার ৬২৪ রান করেছেন রোহিত শর্মা। ভারতের বর্তমান অধিনায়কের তুলনায় দেশটির হয়ে আর ৪ জন ক্রিকেটার বেশি ম্যাচ খেলেছেন।

ম্যান ই ব্লুদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। ক্রিকেটের বরপুত্র হিসেবে খ্যাত এই কিংবদন্তি ক্রিকেটার ৬৬৪টি ম্যাচ খেলেছেন। এরপরই বিরাট কোহলি ৫৪৯ ম্যাচ, মহেন্দ্র সিং ধোনি ৫৩৫ ম্যাচ এবং রাহুল দ্রাবিড় ভারতের হয়ে মোট ৫০৪টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি ম্যাচ খেললেই ৫০০ ম্যাচের তালিকায় যোগ দিবেন রোহিত শর্মা।

এদিকে বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ৫ জন ক্রিকেটার তিন সংস্করণ মিলিয়ে ৫৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গণ্ডি ছুঁয়েছেন। যাঁদের মধ্যে তিনজনই শ্রীলঙ্কার। একজন ভারতীয় ও একজন অজি ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। বিরাট কোহলি সেই তালিকায় ভারতের দ্বিতীয় এবং বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের এলিট ক্লাবে যোগ দিতে চলেছেন।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা ৫ ক্রিকেটার 

নাম  দেশ  ম্যাচ
শচীন টেন্ডুলকার ভারত  ৬৬৪
মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা ৬৫২
কুমার সাঙ্গাকারা  শ্রীলঙ্কা ৫৯৪
সনাথ জয়সুরিয়া শ্রীলঙ্কা ৫৮৬
রিকি পন্টিং  অস্ট্রেলিয়া  ৫৬০

এমআই