Advertisement
Us Bangla Airlines
শতক হাঁকিয়ে ১৩ রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি

শতক হাঁকিয়ে ১৩ রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি

খেলা ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯

ব্যাট হাতে রান খরায় ভুগছিলেন বিরাট কোহলি। অফ স্টাম্পের বাইরের বল পেলেই যেন লোভ সংবরণ করতে পারতেন না। তাতে ড্রাইভ খেলতে গিয়ে পয়েন্টে, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ম্যাচের পর ম্যাচ আউট হয়েছেন। রান সংকট কাটাতে সম্প্রতি রঞ্জি ট্রফিতে খেললেও সেখানে একই বলে, একই শটে উইকেট বিলিয়েছেন এই ক্রিকেটার।

কোহলিকে কীভাবে আউট করতে হবে, সেই হাঁড়ির খবর ট্যাক্সির ড্রাইভারের কাছেও ছিল প্রকাশ্য। যেই ভুল বাংলাদেশের সঙ্গেও করেছেন বিরাট কোহলি। রিশাদের লেগ স্পিন বল খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে দেখা মিলেছে ব্যতিক্রমী কোহলির। অফ স্টাম্পের বাইরের বলকে ড্রাইভ মেরে করেছেন বাউন্ডারি ছাড়া।

শেষ পর্যন্ত ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে মাঠ ছাড়ার আগে ১১১ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন এই তারকা ক্রিকেটার। শতক হাঁকানোর এই ম্যাচেই ১৩টি রেকর্ডে নাম লিখিয়েছেন ৩৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। কোহলির ১৩ কীর্তি একনজরে দেখে নেওয়া যাক।

দ্রুততম ১৪ হাজার রান

পাকিস্তান ম্যাচের আগে কোহলির ১৪ হাজার রান করতে প্রয়োজন ছিল ১৫ রানের। মাত্র ২৮৭ ইনিংসে এই রান করেছেন তিনি, যা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম।

চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বাধিক ৫০

চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিয়ে ৬ বার ৫০ বা তার বেশি রান করলেন কোহলি। এতদিন এই রেকর্ড ছিল শিখর ধাওয়ান, সৌরভ গাঙ্গুলী আর রাহুল দ্রাবিড়ের। তারাও ৬ বার ৫০ বা তার বেশি রান করেছেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন কোহলি।

রোহিত-কোহলিদের মাথা ব্যথার কারণ হতে পারেন শাহিন আফ্রিদি

আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক ৫০

ওয়ানডে বিশ্বকাপ আর চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে মোট ২৩ বার ৫০ বা তার বেশি রান করলেন কোহলি। এতদিন এই রেকর্ডে এককভাবে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার। তিনিও ২৩ বার এই কীর্তি করেছেন।

ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় তিন নম্বরে উঠেছেন কোহলি। অজি কিংবদন্তি রিকি পন্টিংকে (২৭ হাজার ৪৮৩) ছাড়িয়ে তিন ফরম্যাট মিলিয়ে কোহলির রান এখন ২৭ হাজার ৫০৩। এছাড়া ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে শীর্ষে আছেন শচীন। দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারার রান ২৮ হাজার ১৬।

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ভারতীয় 

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে এতদিন কোনো ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করতে পারেনি। ২০১৭ সালে রোহিত শর্মার করা ৯১ রানই ছিল সর্বোচ্চ। এবার প্রথম ব্যাটার হিসাবে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করলেন কোহলি।

পাকিস্তানের বিপক্ষে সর্বাধিক রান

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে এতদিন সর্বাধিক রান ছিল সনাথ জয়াসুরিয়ার। শ্রীলঙ্কার কিংবদন্তির সংগ্রহ ১৮৯ রান। সেই রেকর্ড ভেঙে কোহলি ২২৪ রানের মালিক হয়ে গেলেন।

চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপে শুধুই কোহলি

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বের চার ব্যাটার সেঞ্চুরি করেছেন। ওয়ানডে বিশ্বকাপে আবার ১৩ জন পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। কিন্তু কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি চ্যাম্পিয়নস ট্রফি ও ওয়ানডে বিশ্বকাপ উভয় টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন।

আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক রান

চ্যাম্পিয়নস ট্রফি ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মোট ৪৩৩ রান হয়েছে কোহলির। এটি পাকিস্তানের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টে কোনো ব্যাটারের করা সর্বাধিক রান। আগে এই রেকর্ড ছিল রোহিতের (৩৭০)।

ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ক্যাচ

ওয়ানডে ক্রিকেটে মোট ১৫৮টি ক্যাচ ধরেছেন কোহলি, যা সর্বাধিক। এতদিন এই রেকর্ড ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের। ওয়ানডে ক্রিকেটে ১৫৬টি ক্যাচ ধরেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে কোহলির চেয়ে বেশি ক্যাচ ধরেছেন মাহেলা জয়বর্ধনে (২১৮) ও রিকি পন্টিং (১৬০)।

সর্বোচ্চ ম্যাচসেরার পুরস্কার

রবিবার দুবাইয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন কোহলি। এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টে মোট পাঁচবার ম্যাচের সেরা হয়েছেন ভারতের ব্যাটিং কিং, যা সর্বাধিক। আইসিসি টুর্নামেন্টে আর কোনো ক্রিকেটার একটি নির্দিষ্ট দলের বিপক্ষে তিনবারের বেশি ম্যাচসেরা হতে পারেননি। কোহলি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বার এবং ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে একবার করে ম্যাচসেরা হয়েছেন।

ক্যারিয়ারে ৮২তম সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে কোহলির সেঞ্চুরি হলো মোট ৮২টি। সর্বাধিক সেঞ্চুরির তালিকায় তার আগে আছেন কেবল শচীন টেন্ডুলকার (১০০ সেঞ্চুরি)। আর ১৮ সেঞ্চুরি করলেই শচীনকে ধরে ফেলবেন কোহলি।

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম

এই প্রথম চ্যাম্পিয়নস ট্রফির কোনো ম্যাচে সেঞ্চুরি করলেন কোহলি। ২০১৩ ও ২০১৭ সালে এই টুর্নামেন্টে খেললেও সেঞ্চুরি করতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফিতে এই ইনিংসের আগে তার সংগ্রহ ছিল মোট ৫৫১ রান। এই ইনিংসের পর সেই রানের সংখ্যা দাঁড়াল ৬৫১।

সেঞ্চুরিতে দশে দশ

ওয়ানডে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। ভারতের এই তারকা ক্রিকেটার এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন ১০টি দেশে। এই দশ দেশেই অন্তত একবার সেঞ্চুরি করেছেন তিনি। একাধিক দেশে যাঁরা ওয়ানডে খেলেছে তাঁদের আর কারো সব দেশে সেঞ্চুরি নেই।

এমআই