
রোহিতদের সাফল্য এবার ভারতের ডাকটিকিটে, কেন এই আয়োজন?
খেলা ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১৭:২৩
চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছে ভারত ক্রিকেট দল। রোহিতদের ছুটি দেওয়ায় দেশে ফিরে একত্রে আনন্দ উদযাপন করা যায়নি। তবে ট্রফি জেতার আনন্দ এখনো ভারতীয় ভক্ত-সমর্থকদের মাঝে প্রবাহমান। সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের ডাক বিভাগ।
গতকাল মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ক্রিকেট দলের জয়ের উদযাপন খচিত একটি বিশেষ ডাকটিকিট বাতিল চিহ্ন উন্মোচন করেছে ভারত। মহারাষ্ট্র সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিং এই ‘ক্যানসেলেশন মার্কিং’ উদ্বোধন করেন।
এতে চ্যাম্পিয়নস ট্রফির ছবি রয়েছে। এছাড়া ইংরেজি এবং হিন্দিতে লেখা রয়েছে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা উদযাপন। ইন্ডিয়া পোস্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পুরো বিষয়টি জানানো হয়েছে। দেশটির ডাকবিভাগ মনে করছে, এই বিশেষ ডাকটিকিট বাতিল চিহ্নটি ভারতের ক্রীড়া ক্ষেত্রে সাফল্য ও জাতীয় গর্বকে প্রতিফলিত করে। এটি ক্রিকেটপ্রেমী ও ডাকটিকিট সংগ্রাহকদের জন্য একটি মূল্যবান সংগ্রহযোগ্য বস্তু হয়ে উঠবে।
বিশেষ ‘ক্যানসেলেশন মার্কিং’ ডাকটিকিট প্রকাশের পরে মহারাষ্ট্র সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিং জানান, ‘ভারতের ক্রীড়া সাফল্যকে স্মরণীয় করে রাখতে এই ডাকটিকিট চিহ্ন প্রকাশ করতে পেরে আমরা গর্বিত। এটি দেশের ক্রিকেট বিজয়ের এক ঐতিহাসিক মুহূর্তের স্মারক হয়ে থাকবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গত ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল ভারত। নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে জয় লাভ করে রোহিত-কোহলিরা। এর আগে ২০০২ (শ্রীলঙ্কার সঙ্গে ট্রফি ভাগ) এবং ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে টিম ইন্ডিয়া।
এমআই