
পাকিস্তানের বিপক্ষে ‘পাকিস্তানি’, কিউই দলে কে এই মোহাম্মদ আব্বাস?
খেলা ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ২১:১৯
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী ২৯ মার্চ শুরু হতে যাওয়া এই সিরিজের দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বাঁহাতি পেস অলরাউন্ডার মোহাম্মদ আরসালান আব্বাস। তবে তাকে ঘিরেই জমেছে আলোচনা। কিউই দলে প্রথমবারের মতো ডাক পাওয়া আব্বাস পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার।
তরুণ আব্বাসের জন্ম লাহোরে। বাবা আজহার আব্বাস পাকিস্তানের সাবেক ক্রিকেটার। জাতীয় দলে সুযোগ না মিললেও ঘরোয়া ক্রিকেটে ৪৫টি প্রথম শ্রেণির, ২২টি লিস্ট ‘এ’ এবং ৭টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। এরপর পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডে। ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়েও খেলেছেন আজহার আব্বাস।
ক্রিকেট ক্যারিয়ার শেষে ওয়েলিংটনের কারোরি ক্রিকেট ক্লাবে কোচিং শুরু করেন তিনি। সেখানেই হাতেখড়ি হয় ছেলে মোহাম্মদ আব্বাসের। বাবার কোচিং করানো ক্লাবের হয়েই এখনো খেলছেন তিনি। গত ফেব্রুয়ারিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে পেয়েছিলেন প্রথম সেঞ্চুরির দেখা।
ব্যাট হাতে শতক, বল হাতে কার্যকরী অবদান- সবমিলিয়ে কিউই জাতীয় দলে ডাক পেয়েছেন
মোহাম্মদ আব্বাস। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত লেগ স্পিনার আদি অশোককেও পাকিস্তানের বিপক্ষে দলে রেখেছেন নিউজিল্যান্ডের নির্বাচকরা। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছিল তার।
পাশাপাশি ৩১ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার নিক কেলি। ঘরোয়া মৌসুমে ১৩০০ রান করার পুরস্কারস্বরূপ জাতীয় দলে রাখা হয়েছে তাকে। সব ঠিক থাকলে অভিষেক ম্যাচও খেলবেন এই ব্যাটার।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, মিটচি হে, নিক কেলি, ড্যারেল মিশেল, উইল ও’রর্কি, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়ং।
এমআই