
‘মার্চ ফর গাজা’য় যোগ দিতে মাহমুদউল্লাহর আহ্বান
খেলা ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৯:২০
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সরব বাংলাদেশি ক্রিকেটাররা। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন। একই কারণে আজ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি।
এবার ‘মার্চ ফর গাজা’ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনিবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।’
এর আগে গাজায় হামলার ছবি জুড়ে দিয়ে করা এক পোস্টে মাহমুদউল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারীম, হে রাহমানুর রাহীম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!’
O Allah, help the oppressed in every place. O Allah, be for them a protector, a helper, a supporter, and a strengthener.
Posted by Mushfiqur Rahim on Sunday, April 6, 2025
মাহমুদউল্লাহ ছাড়াও ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম। ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সহয়তাকারী এবং শক্তিদানকারী হয়ে ওঠো।’
জাতীয় দলের পেসার তাসকিন নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’
Until Palestine is free, freedom remains incomplete for all of us.
Posted by Nurul Hasan Sohan on Sunday, April 6, 2025
ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে নুরুল হাসান সোহানের মন্তব্য, ‘ফিলিস্তিন যতদিন মুক্ত না হচ্ছে, আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ।’
এমআই