Advertisement
Us Bangla Airlines
নতুন চুক্তিতে কত টাকা পাবেন ইয়ামাল, জানলে অবাক হবেন

নতুন চুক্তিতে কত টাকা পাবেন ইয়ামাল, জানলে অবাক হবেন

খেলা ডেস্ক

২৩ মে ২০২৫, ১৬:৩৪

বার্সেলোনা একাডেমির বোধহয় সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার লামিনে ইয়ামাল। স্প্যানের এই ফুটবলার এখনো কৈশোর পর্ব পার করতে পারেননি, তার আগেই জুটেছে তারকা খ্যাতি। বার্সেলোনার জার্সিতে জিতেছেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে। সম্প্রতি আরেকটি লা লিগা শিরোপা জিতেছেন এই বিস্ময় বালক।

পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকেই লামিনে ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করছেন অনেকেই। বর্তমানে খেলা তরুণ ফুটবলারদের মধ্যে ইয়ামালকে সেরা মনে করছেন স্বয়ং মেসি। সেই স্প্যানিশ তারকাকে নিয়ে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে চাইছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।

ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বার্সা কোচ

২০২৬ সালের গ্রীষ্মেই বার্সার সঙ্গে ইয়ামালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। বিস্ময়বালককে কোনোভাবেই হারাতে চায় সম্প্রতি লা লিগা শিরোপা জয়ী ক্লাবটি। ইয়ামালের সঙ্গে চুক্তি নবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিনগুইতো এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য বলছে, নতুন চুক্তির পর ইয়ামাল হবেন বার্সার বর্তমান স্কোয়াডের তৃতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। যেখানে তাঁর বেতন হবে বছরে ৭০ থেকে ৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১০ কোটি টাকা। বেতন বৃদ্ধির পরেও ইয়ামালের চেয়ে এগিয়ে থাকবেন কেবল রবার্ট লেভানডফস্কি ও ফেঙ্কি ডি ইয়ং।

ইয়ামালের চুক্তির বিষয়ে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা এক সাক্ষাৎকারে বলেন, ‘যেহেতু আমরা এখনো স্বাক্ষরের অপেক্ষায়, ফলে চুক্তি এখনো সম্পন্ন হয়নি। যদিও সবকিছু ক্লাবের জন্য ইতিবাচক পরিণতির ইঙ্গিতই দিচ্ছে। লামিনে একজন অসাধারণ মানুষ। বার্সার একজন বড় ভক্ত। আমার ধারণা সে এখানে ভালো আছে।’

উল্লেখ্য, বার্সেলোনা ফুটবল ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি। ২০২১ সালে বার্সা ছাড়ার আগে বছরে ১৩ কোটি ৮০ লাখ ইউরো পেতেন মেসি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯০০ কোটি টাকা।

এমআই