Advertisement
Us Bangla Airlines
হাত দিয়ে গোল করলেন নেইমার, চাইলেন ক্ষমা

হাত দিয়ে গোল করলেন নেইমার, চাইলেন ক্ষমা

খেলা ডেস্ক

০২ জুন ২০২৫, ১৩:৫১

হাত দিয়ে গোল করে এখনো সমালোচনায় ভুগছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এবার একই ভুলে নাম লেখালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য জুনিয়র। বিশ্বকাপের ম্যাচে ম্যারাডোনা এ কাণ্ড ঘটালেও নেইমার এমন ভুল করেছেন ক্লাব ফুটবলের ম্যাচে।

সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে চলতি বছরে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচে সান্তোসের জার্সিতে হাত দিয়ে গোল করে বসেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ৭৬ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে এমন লজ্জার ঘটনা জন্ম দেন নেইমার।

হাত দিয়ে গোল করায় বড় ক্ষতি হয়েছে সান্তোষের। নেইমারকে তাৎক্ষনিক হলুদ কার্ড, পরে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। এর আগে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। সবমিলিয়ে ১০ জন ফুটবলারকে নিয়ে বাকি সময় ম্যাচ খেলতে হয়েছে ক্লাবটির। 

এদিকে একজন কম ফুটবলারকে নিয়ে খেলা সান্তোষ শেষ পর্যন্ত হার গুনেছে। বোটাফোগোর বিপক্ষে ১-০ গোলে হেরে যায় নেইমারের ক্লাবটি। ম্যাচের ৮৬ মিনিটে আর্তুর গিমারেস গোল করে ম্যাচটাই জিতিয়ে দেন বোটাফোগোকে।

নিজের ভুল এবং সান্তোষের হারে ম্যাচ শেষে ক্ষমা প্রার্থনা করেছেন নেইমার। তিনি বলেন, ‘আমি একটি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আজকে আমি যদি বাইরে চলে না যেতাম, নিশ্চিতভাবেই তিনটি পয়েন্ট পেতাম আমরা। ওই তিন পয়েন্ট না পাওয়ার দায় আমাকেই দিতে পারেন।’

এদিকে বোটাফোগোর বিপক্ষে পরাজয়ের পর ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনে চলে গিয়েছে সান্তোস। ১১ ম্যাচ থেকে তাদের অর্জন মোটে ৮ পয়েন্ট। আর ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে বোটাফোগো। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আরেক ঐতিহ্যবাহী ফ্ল্যামেঙ্গো।

এমআই