Advertisement
Us Bangla Airlines
ব্রাজিলের এমন হার আগে দেখেনি কেউ

ব্রাজিলের এমন হার আগে দেখেনি কেউ

খেলা ডেস্ক

২৬ মার্চ ২০২৫, ১৪:৪৩

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ছিল ব্রাজিল দল। এমনকি কথার লড়াইয়ে উত্তেজনার জন্ম দিয়েছিল ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তবে খেলার মাঠে ব্রাজিলের আত্মবিশ্বাস আর কথার জোরের ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে নাস্তানাবুদ হয়ে মাঠ ছেড়েছে ৫ বার বিশ্বকাপ জয়ী ব্রাজিল।

এস্তাদিও মনুমেন্তালে কনমেবল অঞ্চলের বাছাইপর্বের ১৪তম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলকে। আর্জেন্টিনার হয়ে এদিন স্কোরশিটে নাম তুলেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গুইলিয়ানো সিমিওনে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন ম্যাথিয়াস কুনহার। 

চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন পরাজয়ের দিনে লজ্জার রেকর্ডে নাম লেখালো ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে কখনোই ৪ গোল হজম করেনি তারা। ব্রাজিলের ফুটবল ইতিহাসে এবারই প্রথম এমন বাজে দিন দেখতে হয়েছে। সেটাও আবার আর্জেন্টিনার মাঠে গিয়ে ভোগ করতে হয়েছে তাদের। ভক্তদের কাছে এমন হার যেন লজ্জার নতুন অধ্যায়। বাছাইপর্বে এমন ম্যাচ যে আগে হয়নি কভু!

মেসি ছাড়াই ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৪ গোল

এদিকে ২০১৪ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ৪ গোলের বেশি হজম করলো ব্রাজিল। সবশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিল ৪ গোল খেয়েছিল জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের দিনে। আর আর্জেন্টিনার কাছে তারা সবশেষ ৪ গোল হজম করেছিল ২০১২ সালের এক প্রীতি ম্যাচে। সেবারে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে ৪-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। 

এদিকে এস্তাদিও মনুমেন্তালে ৪-১ গোলে হারের ফলে আর্জেন্টিনার বিপক্ষে পরপর দুই ম্যাচে লজ্জার নজির গড়েছে সেলেসাওরা। ব্রাজিল ও আর্জেন্টিনার সবশেষ ম্যাচ হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। সেবারে নিকোলাস ওতামেন্ডির গোলে হেরে যায় তারা। 

এমআই