Advertisement
Us Bangla Airlines
এমবাপ্পেকে হারিয়ে রোনালদোর মুখোমুখি ইয়ামালের দল

এমবাপ্পেকে হারিয়ে রোনালদোর মুখোমুখি ইয়ামালের দল

খেলা ডেস্ক

০৬ জুন ২০২৫, ১৪:৫৮

ক্লাব ফুটবলে কিলিয়ান এমবাপ্পে আর লামিনে ইয়ামালের লড়াইয়ের দেখা মিলে নিয়মিত। সবশেষ কয়েক দেখায় ইয়ামালদের বিপক্ষে কোনোভাবেই জিততে পারেননি ফরাসি তারকা এমবাপ্পে। এবার জাতীয় দলের লড়াইয়ে একই চিত্র দেখা গেল। গতকাল নেশনস লিগের সেমিতে এমবাপ্পেকে পুনরায় হারালো ইয়ামালের দল।

ফাইনালে ওঠার লড়াইয়ে স্টুটগার্টে গত রাতে স্পেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। গোলবন্যার ম্যাচে এমবাপ্পেদের ৫-৪ ব্যবধানে হারিয়েছে লামিনে ইয়ামালের স্পেন। তাতে নেশনস লিগের ফাইনালের টিকিট কেটেছে দলটি। আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে পতুর্গালের বিপক্ষে লড়াই করবে স্পেন।

আগামী ৮ জুন বাংলাদেশ সময় রাত ১টায় ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হবে লামিনে ইয়ামালরা। এর আগে গত পরশু রাতে জার্মানির বিপক্ষে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটায় পর্তুগিজরা। নেশনস লিগের প্রথম সেমিফাইনালে জার্মানদের ২-১ গোলে হারায় রোনালদোর পর্তুগাল।

নেশনস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে বল দখলে ফ্রান্সের কাছে শুরু থেকেই পিছিয়ে ছিল স্পেন। তবে ম্যাচ শেষের কয়েক মিনিট আগেও গোল সংখ্যা এমবাপ্পেদের তুলনায় বেশ এগিয়ে ছিল ইয়ামালেরা। ম্যাচের ২২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। ৩ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। ২৫ মিনিটে গোলটি করেন মিকেল মেরিনো। 

স্পেনের প্রথম দুই গোলে অ্যাসিস্ট করেন মিকেল ওইরজাবাল। স্প্যানিশরা ২-০ গোলে এগিয়ে না যেতেই কার্ড দেখানো হয় লামিনে ইয়ামালকে। ৩৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। প্রথমার্ধ স্পেন শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ৪-০ গোলে এগিয়ে যায় স্পেন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গোল করার ঠিক পরের মিনিটে (৫৫ মিনিট) বাঁ পায়ের জাদুতে লক্ষ্য ভেদ করেন তাঁর সতীর্থ পেদ্রি। নিকো উইলিয়ামস অ্যাসিস্ট করেন পেদ্রিকে এই গোল করতে। 

ম্যাচে প্রথম গোল পেতে ফ্রান্সের লেগেছে প্রায় ১ ঘণ্টা। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করেন। এমবাপ্পের গোলের পর দ্রুত নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ইয়ামাল। ৬৭ মিনিটে স্পেন ৫-১ গোলে এগিয়ে যায় ফ্রান্সের বিপক্ষে। পিছিয়ে থাকা ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এখান থেকেই। এমনকি ফরাসিদের গোল উপহার দিয়েছে স্পেনও। 

 

ম্যাচের ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার দানি ভিভিয়ান। তার আগে ৭৯ মিনিটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড রায়ান চার্কি। তিনি মাঠে নামেন মাইকেল ওলিসের পরিবর্তে ৬৩ মিনিটে। চের্কি এরপর আরও এক গোলে অবদান রেখেছেন। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করেন রান্দাল কোলো মুয়ানি।

শেষ ১০ মিনিটে ফ্রান্সের বল দখল আর আক্রমণ ছিল দেখার মতো। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্পেনের জালে ৩ গোল দিলেও ম্যাচ জিততে পারেনি এমবাপ্পের দল। ইয়ামালের বিপক্ষে খেলা আরেকটি ম্যাচে ৫-৪ ব্যবধানে পিছিয়ে থেকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

এমআই