
হোটেলেই হামজাদের ঈদ পালন, চার ঘণ্টা ছুটি দিলেন ক্যাবরেরা
খেলা ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৩:২১
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল দল ক্যাম্প করছে। আজ ঈদের দিনেও ফুটবলাররা দেশের দায়িত্ব পালনে ক্যাম্পে রয়েছেন। মুসলিম ধর্মাবলম্বী সব ফুটবলার আজ সকাল সাতটায় ঈদের নামাজ আদায় করেছেন।
বাংলাদেশ দল রাজধানী ঢাকার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে। হোটেল নিকটবর্তী মসজিদে সকাল সাতটার ঈদ জামাতে অংশ নেন হামজা-জামালরা। বাফুফের পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। বাফুফের পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন।
বাফুফের তিন নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, সাখওয়াত হোসেন ভুঁইয়া শাহীন ও ইকবাল হোসেন দলের সঙ্গে নামাজ পড়েছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। হোটেলে ফিরে ফুটবলাররা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
সকালে বাংলাদেশ দলের নিয়মিত নাস্তার পাশাপাশি ঈদের জন্য মেন্যুতে ছিল সেমাই ।
এদিকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। যাদের বাসা ঢাকায় তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এই সময়ে। অন্যরা ব্যক্তিগত কারণে এই সময়ে ক্যাম্পের বাইরে থাকতে পারবেন। ঈদের দিন বিকেলেও অনুশীলন রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ঘাম ঝরাবেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এমআই