
অভিষেকেই ৬৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল মেসির সতীর্থ
খেলা ডেস্ক
০৬ জুন ২০২৫, ২০:৪২
চিলির বিপক্ষে নতুনদের সুযোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাতেই ধারণা করা হচ্ছিলো, চিলির বিপক্ষে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর অভিষেক হতে চলেছে। তবে শুরুর একাদশ তো বটে, ম্যাচের ৮০ মিনিট পার হলেও মাঠে নামা হয়নি তার।
ম্যাচের ৮৪ মিনিটেই এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। থিয়াগো আলমাদার বদলি হিসেবে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। মেসির সঙ্গে মাত্র ছয় মিনিট খেলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই তরুণ ফুটবলার।
চিলির বিপক্ষে অভিষেক ম্যাচে মাস্তানতুয়োনোর বয়স ছিল ১৭ বছর ৯ মাস ২২ দিন। আর্জেন্টিনার অফিশিয়াল ফুটবল ম্যাচে সাম্প্রতিককালে এত কম বয়সে কোনো ফুটবলারের অভিষেক হয়নি। অবশ্য মাস্তানতুয়োনোর চেয়েও কম বয়সে আরেক আর্জেন্টাইন ফুটবলারের অভিষেক হয়েছিল।
১৯৬০ সালে ১৮ বছর ১ মাস ২২ দিন বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার অফিশিয়াল ম্যাচ খেলেছিলেন সারনারি। আর্জেন্টিনার জার্সিতে এটাই সবচেয়ে কম বয়সে ফুটবল ম্যাচ খেলার রেকর্ড। আজ প্রায় ৬৫ বছরের সেই পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মাস্তানতুয়োনো।
চিলির বিপক্ষে মাত্র ছয় মিনিটের জন্য মাঠে নেমে এই ফুটবলার বল স্পর্শ করেছেন ৮বার। ৩টি পাস দিয়েছেন, তিনটিই ছিল সঠিক।
এদিকে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার দিনে সুখবর পাচ্ছেন এই ফুটবলার। সাড়ে ৪ কোটি ডলারে ৬ বছরের চুক্তিতে তাঁকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন ফ্রাঙ্কোর বর্তমান ক্লাব রিভার প্লেটের এক মুখপাত্র।
গত বছরের জানুয়ারিতে রিভার প্লেটের জার্সিতে অভিষেক হয় ফ্রাঙ্কোর। প্রতিভা বিচ্ছুরণ ঘটিয়ে দেখাতে থাকেন ভবিষ্যতের স্বপ্ন। মূল একাদশেও জায়গা পাকা করেন দ্রুতই। বাঁ পায়ে সৌরভ ছড়ানো এই ফুটবলারকে নিয়ে রিভার প্লেটের মুখপাত্র বলেন, ‘চুক্তি প্রায় চূড়ান্ত। এখন শুধু কয়েকটি বিষয়ে সমঝোতা বাকি আছে।’
এমআই