
সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও জিতল না বাংলাদেশ
খেলা ডেস্ক
১০ জুন ২০২৫, ২১:০৪
ম্যাচের আর কয়েক সেকেন্ড বাকি। প্রতিপক্ষ থেকে কর্নার আদায় করেছিল বাংলাদেশ। এরপর শর্ট কিক থেকে আলামিনের টার্গেট শট। ডি বক্সে ওঁত পেতে থাকা শাহরিয়ার ইমনের অসাধারণ হেড। জায়গা থেকে লাফিয়ে ওঠে কোনোমতে বল মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। তখনই ম্যাচের শেষ বাঁশি বাজান রেফারি।
জমজমাট লড়াইয়ের পরেও সিঙ্গাপুরের বিপক্ষে এফসি বাছাই পর্বের ম্যাচে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। তাতে কাবরেরার শিষ্যদের থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে সফরকারীরা।
পুরো ম্যাচে আক্রমণে সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দুই ফরোয়ার্ড রাকিব–ফাহামিদুল। তবে ম্যাচের ৪৫ মিনিটে বাংলাদেশের গোলকিপার মিতুলের ব্যর্থতায় প্রথম গোলের দেখা পায় সিঙ্গাপুর। গোলটি করেন দলটির মিডফিল্ডার সং উই ইয়াং।
এক গোল পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে হামজারা। কিন্তু ৫৮ মিনিটের বাংলাদেশের রক্ষণভাগের ফাঁক গলিয়ে আরেকটি গোল আদায় করেন সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইসখান ফন্দি। দুই গোল হজমের পর বাংলাদেশের আক্রমণ ও রক্ষণে ছন্দপতন ঘটে। তবে স্থবির হয়ে পড়া গ্যালারিতে উচ্ছ্বাস আনেন স্ট্রাইকার রাকিব।
ম্যাচের ৬৭ মিনিটে হামজার দেওয়া লং পাসের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের জালে বল গড়ান এই ফরোয়ার্ড। এরপর বাকি সময় নিজেদের নিয়ন্ত্রণেই বলটি রেখেছিল বাংলাদেশ। শেষ ২০ মিনিটে টানা আক্রমণ চালিয়েছিল হামজারা। এক টানা চারটি কর্নারও পেয়েছিল। তবুও উদযাপনের কোনো উপলক্ষ পায়নি তারা।
শেষদিকে প্রতিপক্ষের ডি বক্সে অনেকবার প্রবেশ করেছিল বাংলাদেশ। ফাহামিদুলের বদলি হিসেবে নামা ফাহিমও বেশ কিছু সুযোগ তৈরি করেছেন। কিন্তু কাঙ্ক্ষিত শটটি কেউই নিতে পারেননি। অন্যদিকে ডান প্রান্ত থেকে একাধিকবার আক্রমণ করেছিলেন শাহরিয়ার ইমন। বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় তিনিও গোলের দেখা পাননি।
সবমিলিয়ে উচ্ছ্বাস আর উত্তেজনার ম্যাচের শেষটা হলো হতাশার হার দিয়ে। তবে পুরো ম্যাচেই মুন্সিয়ানা দেখিয়েছেন অভিষিক্ত মিডফিল্ডার সামিত সোম। সতীর্থদের সুযোগ করে দিয়েছেন, নিজেও আক্রমণ করেছেন। এই মুহূর্তগুলোর যেকোনো একটিতে গোল পেলে, বাংলাদেশের জন্য ফলাফল ভিন্ন হতে পারত।
এমআই