Advertisement
Us Bangla Airlines
র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও হামজাদের নিয়ে চিন্তিত সিঙ্গাপুর কোচ

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও হামজাদের নিয়ে চিন্তিত সিঙ্গাপুর কোচ

খেলা ডেস্ক

০৯ জুন ২০২৫, ২০:০১

দল হিসেবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এগিয়ে আছে, এটা অস্বীকারের জো নেই। বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিং ১৮৩। সিঙ্গাপুরের ১৬১। দুই দলের মধ্যে পার্থক্য ২২। এরপরও আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের জাপানি কোচ বাংলাদেশকে প্রায় সমশক্তির আখ্যা দিয়েছেন। এমনকি হামজা-সামিতকে সমীহ করে দেখছেন তিনি।

আগামীকাল সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে সিঙ্গাপুর। এর আগে আজ সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের জাপানিজ কোচ সুতোম ওগুরা বলেন, ‘এশিয়ার দলগুলোর মধ্যে আগের মতো অনেক বিস্তর ব্যবধান নেই। আমাদের গ্রুপের ( এশিয়ান কাপ বাছাই ) প্রায় সব দলই সমশক্তির। র‍্যাঙ্কিং আমার কাছে বিবেচ্য নয়।’

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও হামজা-সামিতকে নিয়ে ভয় সিঙ্গাপুর কোচের

সিঙ্গাপুর এশিয়ার দেশ হলেও বাংলাদেশের বিপক্ষে খুব সচারচর মুখোমুখি হওয়া হয় না। ২০১৫ সালের পর আবার দুই দল মোকাবেলা করবে। ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ এক গোল দিয়েও দুই গোল হজম করেছিল। 

দশ বছর প্রেক্ষাপট অনেকটাই বদলেছে মনে করেন সিঙ্গাপুরের কোচ,‘আমি জানি না বাংলাদেশের সঙ্গে ১০ বছর আগে কী ফল ছিল। প্রায় দেড় বছর হলো আমি সিঙ্গাপুরের দায়িত্ব নিয়েছি। এই দলের হারুন ১০ বছর আগে খেলেছে। ওর মনে হয় বাংলাদেশের কথা মনে আছে। আমি অবশ্য বাংলাদেশকে সমীহ করছি।’

বাংলাদেশ ফুটবলের বড় তারকা হামজা চৌধুরী। হামজা ছাড়াও বাংলাদেশ দলে আরো পাঁচ জন প্রবাসী ফুটবলার রয়েছেন। এ নিয়ে প্রতিপক্ষ কোচের মন্তব্য, ‘হামজার পাশাপাশি আরো কয়েকজন রয়েছে যারা কানাডা (সামিত সোম, কাজেম শাহ) ও অন্য দেশ থেকে এসেছে। তাদের সবার সম্পর্কে ডিটেইলস আমার জানা নেই। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীদের দলে সুযোগ দেওয়া বাংলাদেশের ফুটবলকে সাহায্য করবে।  কিন্তু ওরা যেহেতু ভিন্ন সংস্কৃতি ও পরিবেশ থেকে এসে এখানে মানিয়ে নিয়েছে। ওরা আসায় স্থানীয় ফুটবলাররাও এতে আত্মবিশ্বাস ফিরে পাবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ থাকার কথা। স্বাগতিক বাংলাদেশের সমর্থন নিয়ে ভাবছেন না কোচ সুতোম ওগুরা, ‘বাংলাদেশ কীভাবে খেলবে সেটাও জানি না। যদিও এখানে সমর্থকের চাপ থাকবে। কিন্তু আমাদের দর্শকের সামনে খেলার এমন অনেক অভিজ্ঞতা আছে। মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দলের বিপক্ষে দেশের বাইরে খেলেছি।’

এমআই