Advertisement
Us Bangla Airlines
ইংলিশ ক্লাব ছেড়ে বসুন্ধরা কিংসে খেলবেন কিউবা মিচেল!

ইংলিশ ক্লাব ছেড়ে বসুন্ধরা কিংসে খেলবেন কিউবা মিচেল!

খেলা ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ১২:২১

হামজার পরই বাংলাদেশের হয়ে প্রবাসী ফুটবলারদের খেলা আগ্রহের তুঙ্গে ওঠেছে। ইতোমধ্যে কানাডার সামিত সোম জাতীয় দলের জার্সিতে নাম লিখিয়েছেন। সোমের পরই জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় ছিলেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অ-২১ দলের খেলোয়াড় কিউবা মিচেল। গত জুনই আনুষ্ঠানিক সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

বাংলাদেশের হয়ে মাঠে নামার আগেই বড় চমক দেখালেন এই ফুটবলার। ইংলিশ ক্লাব ছেড়ে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে আসছেন কিউবা মিচেল। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসে সম্প্রতি রেজিস্ট্রেশন করিয়েছেন এই মিডফিল্ডার।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। ৩-৪ দিনের মধ্যে সে ঢাকায় আসবে আশা করি।’ কিউবা মিচেল ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে ছিলেন। বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপের বড় ক্লাবগুলো ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে।

কিংসের সভাপতি ইমরুল হাসান অবশ্য স্পষ্ট করেই বললেন, ‘ধারে নয়, সে পুরোপুরি কিংসের খেলোয়াড়।’

ইউরোপের ক্লাব থেকে খেলোয়াড় আনতে অনেক সময় রিলিজ ক্লজের জন্য বড় অঙ্ক ব্যয় করতে হয়। মিচেলের জন্য কত অর্থ ব্যয় হয়েছে সেটা অবশ্য কিংস পরিষ্কার করে বলেনি। কিউবা মিচেল ইংল্যান্ড থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসার সিদ্ধান্তটাও ফুটবলাঙ্গনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তিনি ঢাকায় আসার পর অবশ্য এটি পরিষ্কার হওয়া যাবে।

কিউবা মিচেল আসন্ন এএফসি অ-২৩ দলের প্রাথমিক দলে রয়েছেন বলে জানা গেছে। অ-২৩ দলের ক্যাম্পও খুব দ্রুত শুরু হবে। কিউবা ঢাকায় আসলে কিংসের ক্যাম্পেই আগে যোগদান করবে। কারণ ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ কিংসের। কিংস ও আবাহনীর ফুটবলাররা ক্লাবের আন্তর্জাতিক ম্যাচের পর অ-২৩ দলে যোগদান করবে।

কিউবা মিচেলের সঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান কয়েক মাস যাবত যোগাযোগ করেছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য পাসপোর্ট, জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় বিষয়গুলো তিনি কিউবার সঙ্গে তত্ত্ববধায়ন করছিলেন। 

কিউবার পরিবারের সঙ্গেও বসুন্ধরা কিংসের পরিচয় রয়েছে। সেই যোগাযোগ ও আস্থার ভিত্তিতেই কিউবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসছেন। ইংল্যান্ডে উন্নত সম্ভাবনা ছেড়ে তার বাংলাদেশ লিগে আসার হিসাবটা অনেকের কাছেই মিলছে না। দেখার পালা, বাংলাদেশে নিজেকে কতটা মানিয়ে নেন কিউবা মিচেল।

এমআই