Advertisement
Us Bangla Airlines
আর্জেন্টাইন কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস

আর্জেন্টাইন কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস

খেলা ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ২১:৪১

বসুন্ধরা কিংস চলতি ফুটবল মৌসুমে কোচ নিয়ে বড় বিপাকেই পড়েছে। ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস সব কিছু চূড়ান্ত করেও শেষ পর্যন্ত কিংসে যোগ দেননি। উল্টো অন্য ক্লাবের দায়িত্ব নিয়েছেন। তাই বসুন্ধরা কিংস তার পরিবর্তে আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিয়োগ দিয়েছে। কিংসের সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বসুন্ধরা কিংসের মাধ্যমে আর্জেন্টাইন কোচ গোমেজের সিভি পাওয়া গেছে। স্প্যানিশ ভাষার সিভিতে দেখা গেছে ১৯৯৭ সাল থেকে তিনি কোচিং করাচ্ছেন। আর্জেন্টিনা, চীন, গ্রীস, মালয়েশিয়া, ইকুয়েডর, ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্লাবে কাজ করেছেন।

১৯৯৯-২০০৩ এই সময়ের মধ্যে তিনি স্পেনিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানে সহকারী কোচের দায়িত্ব পালন করেন। প্রধান কোচ হিসেবে তিনি আর্জেন্টিনার ক্লাব জিমনাশিয়া জুজির হয়ে তিন বার ডাগ আউটে দাঁড়ান। স্বদেশি লাওনাস, জিমনিশিয়া এলপি, ফেররসহ আরো কয়েকটি ক্লাবে কাজ করেছেন।

দাপুটে জয়ে বছর শুরু বসুন্ধরা কিংসের

দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বাইরে এশিয়াতেও দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে প্রায় ৭০ বছর বয়সী এই কোচের। ২০১৯-২২ পর্যন্ত তিনটি ভিন্ন ভিন্ন ইন্দোনেশিয়ান ক্লাবে কোচিং করিয়েছেন। মালয়েশিয়ার ক্লাব জহুর এফসি’র হয়ে ২০১৫ সালে ঘরোয়া লিগের পাশাপাশি এএফসি কাপেও সফল হয়েছিল। ঐ বছর তিনি মালয়েশিয়ার সেরা কোচের স্বীকৃতি পান।

বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগে মূল পর্বে খেলবে। কিংস ঘরোয়া লিগে পাঁচবার টানা চ্যাম্পিয়ন হলেও এএফসির আসরে প্রথম রাউন্ডেই পার হতে পারেনি। এএফসি কাপ জয়ী আর্জেন্টাইন কোচের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছে বাংলাদেশের ক্লাবটি।

মারিও গোমেজ ঢাকায় কবে আসছেন কত দিনের চুক্তি এসব অবশ্য বসুন্ধরা কিংস জানায়নি। বসুন্ধরা কিংসের সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে প্রাপ্য পাওনা না পেয়ে ফিফায় আবেদন করেছে। সেটার শুনানি চলছে। কিংস সেটার জবাব দেয়ার পাশাপাশি ব্রাজিলিয়ান কোচ চুক্তি না করে অন্য ক্লাবে যোগদান করায় ফিফায় আবেদনের প্রস্তুতি গ্রহণ করছে।

এমআই