Advertisement
Us Bangla Airlines
ভক্তদের উন্মাদনা, নতুন মাইলফলকে নাম লেখালেন হামজা

ভক্তদের উন্মাদনা, নতুন মাইলফলকে নাম লেখালেন হামজা

খেলা ডেস্ক

০৫ এপ্রিল ২০২৫, ১২:৪১

হামজা জ্বরে এখনো ভুগছে বাংলাদেশ ফুটবল। দেশের ক্রীড়াঙ্গনের বড় নামও হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার বাংলাদেশের মাটিতে পা রেখেই ভক্তদের উন্মাদনা বুঝতে পেরেছেন। বিমানবন্দরে পা রাখা থেকে বাড়ি পৌঁছা, প্রেস কনফারেন্স, অনুশীলন- সবখানেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রবাসী ফুটবলার।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজার। অভিষেক ম্যাচেই হামজার কল্যাণে ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। ফলে দেশের ক্রীড়াঙ্গনে হামজা বন্দনা বেড়েছে কয়েক গুণ।

অভিষেকে ঝলক দেখানো হামজা ম্যাচ শেষে যা বললেন

শুধু মাঠের উন্মাদনায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও হামজাকে নিয়ে মেতেছেন ভক্তরা। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে। নতুন মাইলফলকে নাম লিখিয়ে ভক্তদের ধন্যবাদ দিতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি এই মিডফিল্ডার।

ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের উদ্দেশ্যে হামজা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’

হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা কিন্তু নয়। গত বছরের ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না। তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা। এরপর খেলার ছবি ও ভিডিওর দেখা মিলেছে হামজার ফেসবুক পেইজে।

এমআই