হাসান মাহমুদ
হাসান মাহমুদ একজন বাংলাদেশী ক্রিকেটার। ১৩ অক্টোবর, ২০১৭ সালে তিনি ২০১৭-২০১৮ জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের দলে জায়গা পেয়েছিলেন হাসান মাহমুদ। ২০১৭-২০১৮ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ৫ ফেব্রুয়ারি ২০১৮ সালে প্রথমবারের মতো লিস্ট এ ক্রিকেটে পদার্পণ করেছিলেন।
হাসান মাহমুদ ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলে অন্তর্ভুক্ত হোন। একই মাসে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে ডাক পান। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলে ডাক পান হাসান মাহমুদ। ২০২০ সালের ১১ মার্চ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক হয়।
হাসান মাহমুদ ২০২১ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওডিআই দলে ডাক পান। ২০২১ সালের ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে তার অভিষেক ঘটে। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ এ টেস্ট দলে হাসান মাহমুদের অভিষেক হয়।