
পঞ্চগড়ে ১০০০ শয্যার হাসপাতাল তৈরির দাবি শরীফুলের
খেলা ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৭
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে হাসপাতাল উপহার দিতে চায় চীন। হাসপাতালের নাম ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে।
সবমিলিয়ে বাংলাদেশে ৩টি হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। এর মধ্যে ১০০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল বাংলাদেশকে উপহার দেওয়া হবে। গুঞ্জন রয়েছে, এই হাসপাতাল উত্তরবঙ্গে, রংপুরেই করার কথা ভাবা হচ্ছে। এর মধ্যেই নিজ জেলায় হাসপাতাল তৈরির দাবি জানালেন শরীফুল।
নিজের জেলা পঞ্চগড়ে একটি হাসপাতাল চেয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি তুলে ধরেছেন পঞ্চগড়ের মানুষের দুর্ভোগের কথা। এমনকি অন্য জেলার হাসপাতালে মানুষদের নিতে গিয়ে স্বজন হারানোর বাস্তবতাও তুলে ধরেছেন এই পেসার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শরীফুল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে; বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে।’
‘আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত। আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়।’
আসসালামু আলাইকুম, আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি,...
Posted by Shoriful Islam on Tuesday, April 15, 2025
শরীফুল আরও লিখেছেন, ‘অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।’
এমআই