
মোহামেডানের তৃতীয় অধিনায়ক হচ্ছেন কোন ক্রিকেটার
খেলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ২০:৪২
ডিপিএলের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী-মোহামেডান। গত শনিবার মিরপুর শের-ই-বাংলায় সেই ম্যাচেই মেজাজ হারিয়ে বসেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। আম্পায়ার শরফুউদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ হন তিনি।
মূলত ম্যাচের অনফিল্ড আম্পায়ার তানভীরের দেওয়া এক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মোহামেডান অধিনায়ক। পরে সেখানে সৈকত কথা বলতে আসলে হৃদয়ের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে এ ঘটনায় শাস্তির মুখে পড়েন হৃদয়। ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়।
বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও গুনতে হচ্ছে। মূলত ম্যাচ শেষে আম্পায়ারকে নিয়ে মন্তব্য করায় এমন শাস্তি দেওয়া হয়েছে তাকে। সবমিলিয়ে দুই ম্যাচ খেলতে পারবেন না হৃদয়। যে কারণে সুপার লিগের প্রথম ম্যাচে দেখা যাবে না হৃদয়কে।
হৃদয় না থাকায় মোহামেডানের অধিনায়কত্ব কে করবেন সেটি নিয়েই আলোচনা হচ্ছে। দলটিতে রয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা। তবে জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততায় থাকবেন না মুশফিকুর রহিম। জানা গেছে, মাহমুদউল্লাহর কাঁধেই উঠতে যাচ্ছে নেতৃত্ব।
এর আগে দলটির অধিনায়কত্ব পালন করেছিলেন তামিম ইকবাল। অসুস্থতার কারণে ডিপিএল থেকে ছিটকে পড়েছেন তিনি। এরপর মোহামেডানের দ্বিতীয় অধিনায়ক তাওহীদ হৃদয়ও নিষেধাজ্ঞার কারণে ২ ম্যাচ মাঠের বাইরে থাকছেন। ফলে দলটির তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে, মোহামেডানে খেলা একাধিক ক্রিকেটার আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। যে কারণে তাদের ছাড়াই সুপার লিগে খেলতে হবে দলটিকে। তবে নতুন করে মুস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন এবং নাবিল সামাদকে দলে ভিড়িয়েছে মোহামেডান। এ ছাড়া তৌফিক খান তুষারের সঙ্গেও কথা বার্তা চলছে দলটির।
এমআই