Advertisement
Us Bangla Airlines
জরিমানার কবলে ভারতের বিশ্বকাপ জয়ী পেসার

জরিমানার কবলে ভারতের বিশ্বকাপ জয়ী পেসার

খেলা ডেস্ক

১৭ এপ্রিল ২০২৫, ২০:৪৪

ভারতের হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন পেসার মুনাফ প্যাটেল। ক্রিকেটীয় জীবন ছেড়ে বর্তমানে কোচিং পেশায় কাজ করছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন মুনাফ প্যাটেল। গতকাল হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুপার ওভারে জিতে তার দল।

দলের জয়ের দিনেও জরিমানার কবলে পড়েছেন দিল্লির বোলিং কোচ। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য মুনাফ প্যাটেলকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ চলাকালে আচরণবিধি ভঙ্গ করায় দিল্লির বোলিং কোচকে শাস্তি দেওয়া হয়েছে। ফলে মুনাফ প্যাটেলের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

নির্দিষ্ট কোন কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাইডলাইনে হাত নেড়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কিছু একটা নিয়ে তর্ক করছিলেন মুনাফ। ধারণা করা হচ্ছে, এই কারণেই শাস্তি পেয়েছেন তিনি।

ভারতের হয়ে ১৩ টেস্ট, ৭০ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন মুনাফ প্যাটেল। এরপর ঘরোয়া লিগের জীবন শেষ করে যোগ দেন কোচিং পেশায়। গত নভেম্বরে মুনাফকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় দিল্লি ক্যাপিটালস। এর আগে দলটির বোলিং কোচ ছিলেন জেমস হোপস।

এমআই