Advertisement
Us Bangla Airlines
বোলিং মেশিন নাকি নাহিদ, এবার সিদ্ধান্ত নিতে পারে জিম্বাবুয়ে

বোলিং মেশিন নাকি নাহিদ, এবার সিদ্ধান্ত নিতে পারে জিম্বাবুয়ে

খেলা ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ১৩:৩০

নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন ছুঁড়তেই সেদিন খোঁচা দিয়েছিলেন শন উইলিয়ামস। বোলিং মেশিনে তারা নাহিদের চেয়ে বেশি গতিতে বল খেলে থাকেন। তবে যন্ত্র আর মানবের মাঝে যে বেশ পার্থক্য রয়েছে, একদিন পরেই জিম্বাবুয়েকে তা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ম্যাচে নাহিদ রানা যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে, তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন, নাহিদ কতটা ব্যতিক্রম।’

গতি আর বাউন্সে জিম্বাবুয়েকে ব্যতিক্রমী ভাষাটা বুঝিয়েছেন নাহিদ রানা। এর সাথে বৃষ্টিস্নাত দিন। মেঘে ঢাকা পরিবেশ। ফ্লাড লাইটের আলো। ২৮ ডিগ্রি তাপমাত্রা। সবমিলিয়ে পেসারদের জন্য আদর্শ কন্ডিশন। তাতে যেন বাড়তি সুবিধাই নিয়েছেন এই এক্সপেস বোলার।

গতকাল বিনা উইকেটে ৬৭ রান করে দিন শেষ করে জিম্বাবুয়ে। আজ নাহিদ রানার বোলিং তোপে প্রথম সেশনেই ৪ উইকেট হারায় রোডেশিয়ানরা। যার তিনটাই নিয়েছেন নাহিদ রানা। আবার সবগুলো উইকেট নিয়েছেন শর্ট লেন্থের বলে। দ্বিতীয় দিনের শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেটকে আউট করার পর লাঞ্চের আগে ফিরিয়েছেন অধিনায়ক ক্রেইগ আরভিনকে। 

তিনটি উইকেটেই বোকাবনে গেছেন ব্যাটাররা। নাহিদের গতিতে বেন কারান শট খেলতে গিয়ে গড়বড় করে বসেন।  ফলে শর্ট লেগে ক্যাচ ধরেন মুমিনুল হক। ব্রায়ান বেনেট পয়েন্টে খেলতে গিয়ে গতির তোপে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন। ক্রেইগ আরভিন তো নিজেকে বাঁচাতে গিয়েও পারেননি। বাউন্সার আর গতিতে হাত সরাতে গিয়েও আলতো ছোঁয়া উইকেটরক্ষকের হাতে কাচ দেন তিনি।

নাহিদের এমন গতি আর বাউন্সারে বেশ ভড়কে গিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। তাতে এবার সিদ্ধান্ত নিতে পারে জিম্বাবুয়ে, বোলিং মেশিন নাকি নাহিদ- বাইশ গজে কে বেশি ভয়ংকর।

এমআই