
তাসিকন-রানাদের যেভাবে যত্ন নিচ্ছে বিসিবি
খেলা ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ১৫:৫৩
ক্রিকেট দুনিয়ায় ফাস্ট বোলারদের সঙ্গে ইনজুরির সখ্যতা যেন একটু বেশিই। নিয়মের বাহিরে ব্যতিক্রম কিছু হলেই চোটের কবলে পড়েন তারা। তবে চোটের বিড়ম্বনা সামলাতে আধুনিক ক্রিকেটে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বেশ সতর্ক ক্রিকেট বোর্ডগুলো। কিছুটা দেরিতে হলেও একই কাজে যুক্ত হয়েছে বাংলাদেশ।
বিপিএলে টানা ম্যাচ, এরপর চ্যাম্পিয়নস ট্রফি- নিয়মিত খেলার মধ্যে থাকা তাসকিনকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুতে বিশ্রামের পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। তাতে ডিপিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচ চললেও খেলা হয়নি তাসকিনের।
চলতি ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিশ্রাম শেষে কাল অনুশীলন শুরু করেছেন তিনি। তাসকিনের মতো তরুণ গতিময় বোলার নাহিদ রানা আবাহনীর হয়ে একটি ম্যাচ খেলেছেন। পরের ম্যাচে অবশ্য তিনি বিশ্রাম পেয়েছেন। পুরো ডিপিএলে নাহিদকে বেছে বেছে ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে আবাহনীর ব্যবস্থাপনা পর্ষদ।
জানা যায়, ডিপিএলে দলগুলোর প্রতি বিসিবির নির্দেশনা রয়েছে গরমের এই কন্ডিশনে পেসারদের ফিটনেসে বিশেষ গুরুত্ব দেওয়ার। আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জে খেলা জাতীয় দলের পেসার হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিবের ক্ষেত্রে বিসিবির নির্দেশনা মানছে দলগুলো। বেশির ভাগ দল বিশ্রাম দিয়ে পেসারদের খেলানোর নির্দেশনা অনুসরণ করছে।
এমআই