
‘দুমুখো’ নাহিদ রানা অবশেষে বিশ্রাম নিয়ে মুখ খুললেন
খেলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০
বয়স মাত্র ২২ বছর। এ বয়সেই ১৪৫ কিমি গতিতে নিয়মিত বল করতে পারেন নাহিদ রানা। এমনকি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করারও রেকর্ড রয়েছে তার। আন্তর্জাতিক অঙ্গনে মাত্র ৯ ম্যাচ খেলেই গতির ঝড়ে নাহিদ বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন। এত অল্প ম্যাচ খেললেও জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন এই ফাস্ট বোলার। ইনজুরির ঝুঁকি কমাতে তাকে বেছে বেছে ম্যাচ খেলিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে লম্বা সময়ের বিপিএল খেলেছেন নাহিদ রানা। রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলে মোট ১২ ম্যাচ খেলেছেন এই এক্সপ্রেস বোলার। বিপিএলের পুরো মৌসুমে সোহানের দল খেলেছে ১৩ ম্যাচ। অর্থাৎ পুরো বিপিএলে মাত্র ১ ম্যাচ ছাড় পেয়েছেন নাহিদ।
তরুণ ফাস্ট বোলারকে টানা ম্যাচ খেলানো নিয়ে সমালোচনা করেছিলেন ক্রিকেট বিশ্লেষকেরা। কারণ, এতে ইনজুরির প্রবণতা বেড়ে যায়। নাহিদ বিপিএলে কোনো ইনজুরির কবলে না পড়লেও টানা ম্যাচ খেলার ধকল দেখা গিয়েছিল তার পারফরম্যান্সে। শুরুর দিকে ঘণ্টায় ১৪৫ কিমিতে বল করা নাহিদ শেষ দিকে এসে ১৩৫-১৩৮ গতিতে বল করেছেন।
দলকে ব্রেক থ্রুতে নাহিদকে বিপিএলের শেষদিকে মিস করতো রংপুর। এমনকি বল হাতে কিপটে নাহিদ খরুচেও হয়ে পড়েছিলেন। তাতে বারবার প্রসঙ্গ এসেছিল নাহিদের বিশ্রামের বিষয়টি। এমনকি গণমাধ্যমের কাছে বিশ্রাম নিয়ে নিজের অবস্থা আড়াল করেছেন এই ক্রিকেটার।
গত ১৬ জানুয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বোলার বলেন, ‘আসলে একজন ক্রিকেটার নিজেই বুঝতে পারে, ওয়ার্কলোড হচ্ছে কি না, বা তার শরীর সায় দিচ্ছে কিনা। আমি এখনো ভালো অনুভব করছি, আলহামদুলিল্লাহ। বিসিবি, রংপুর টিম ম্যানেজমেন্ট সবাই আমার নিয়মিত খোঁজ নিচ্ছে। আমার যদি বিশ্রামের প্রয়োজন হয়ে, তাদের জানাবো। আপাতত ভালো অনুভব করছি।’
নাহিদ এরপর বিপিএলের পুরো মৌসুম খেলে ফেললেও তার বিশ্রামের কথা জানিয়েছেন বলে শোনা যায়নি। এমনকি রংপুর নাহিদ রানাকে সর্বসাকুল্যে মাত্র একটি ম্যাচে বিশ্রাম দিয়েছিল। এবার বিপিএল শেষে বিশ্রামের পক্ষেই কথা বললেন ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ জানিয়েছেন, বিশ্রাম পেলে তার ভালো হতো।
সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‘বিপিএলে বিশ্রাম পেলে অবশ্যই ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, ক্রিকেটারদের জীবন এমনই। আপনি বিশ্ব ক্রিকেটের দিকে তাকালে এটাই দেখবেন। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি সব সময়। বিপিএল খেলে অভিজ্ঞতা কিন্তু বেড়েছে।’
বিপিএলের চাপ কাটিয়ে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে গেছেন নাহিদ রানা। আইসিসি টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পাওয়া এই গতি তারকা জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নাহিদ বলেন, ‘ফাইনাল পর্যন্ত চিন্তা করছি না। এতদূর চিন্তা করতে চাচ্ছি–ও না। সেটা করলে একটু সমস্যা হবে। এ কারণে আমি আসলে প্রত্যেক ম্যাচ নিয়ে ভাবছি। মূলত (টুর্নামেন্টের) শুরুটা ভালো করতে চাই।’
এমআই