Advertisement
Us Bangla Airlines
ফিফটির পর নতুন রেকর্ডে মুমিনুল হক

ফিফটির পর নতুন রেকর্ডে মুমিনুল হক

খেলা ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ১৪:০৪

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শুরুটা যুঁতসই ছিল না। মাত্র ১ রানের মাথায় বিদায় নিয়েছিলেন দুই টাইগার ওপেনার। এরপর ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। এই দুই ক্রিকেটার মিলে করেছেন ৬৬ রানের জুটি। বাকিটা কেবল উইকেট হারানোর গল্প।

প্রথম দিন শেষ হওয়ার আগেই সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ ছিল ১৯১ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন মুমিনুল হক। শূন্য রানে জীবন পাওয়া এই ব্যাটার ব্যক্তিগত ৫৬ রানে নিজের উইকেট বিলিয়ে এসেছেন। তবে টাইগারদের হয়ে একমাত্র ফিফটি করেছেন কক্সবাজারের সন্তান। 

জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে এ নিয়ে ৪টি ফিফটি হাঁকিয়েছেন মুমিনুল। দুর্দান্ত ফিফটিতে রোডেশিয়ানদের বিপক্ষে ৫ম রান সংগ্রাহক হিসেবে জায়গা নিয়েছেন টাইগার লিটল মাস্টার। আরেকটি ফিফটি হাঁকালেই দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যাবেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ৩ ইনিংস মিলিয়ে ১০০ রানের বেশি করলে শচীন টেন্ডুলকারকে ছাড়াবেন মুমিনুল হক। এতসব রেকর্ডকে সামনে রেখে ফিল্ডিংয়ে নতুন রেকর্ডে নাম লেখালেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। সাদা পোশাকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরার এখন তার দখলে।

জিম্বাবুয়ের বিপক্ষে আজ সকালে নাহিদ রানার বলে ক্যাচ লুফে নেন মুমিনুল হক। শর্ট লেগে দাঁড়িয়ে সেই ক্যাচ নেওয়ার মাধ্যমেই সর্বোচ্চ ক্যাচ ধরার মালিক হন বাংলাদেশের সাবেক টেস্ট ক্যাপ্টেন। লাল বলের ক্রিকেটে বর্তমানে তার ক্যাচ সংখ্যা ৪১টি। মুমিনুল এক রেকর্ড গড়তে মিরাজকে ছাড়িয়েছেন। মিরাজের ক্যাচ সংখ্যা ৪০টি।

এমআই