Advertisement
Us Bangla Airlines
‘এইভাবে চলতে থাকলে, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংস হবে’

‘এইভাবে চলতে থাকলে, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংস হবে’

খেলা ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ১৬:৫৫

ঘরোয়া ক্রিকেট নিয়ে সমালোচনার অন্ত নেই। সবখানেই দুর্নীতি আর স্বজনপ্রীতির করাঘাতে শিকার ক্রিকেটাররা। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটারদের স্বেচ্ছায় আউট হওয়া তার অন্যতম উদাহরণ। ক্রিকেটারদের এমন অনিয়ম এবং ফিক্সিয়ের পেছনে রয়েছে বিভিন্ন সংগঠকের প্রভাব।

স্বার্থান্বেষী এবং সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়িক স্বার্থ ঠিক রাখতেই এমন আয়োজন। অনিয়মের এই প্রথা নিয়মিত চলতে থাকলে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটও ধ্বংস হবে বলে মনে করছেন টাইগার ক্রিকেটার নুরুল হাসান সোহান।

গতকাল রাতে ফেসবুকে খুলনার ক্রিকেট নিয়ে ক্ষোভ ঝেড়ে তাদের অনিয়মের চিত্রও তুলে ধরেছেন তিনি।

সোহান লিখেছেন, ‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়িক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা।

প্রায় ৮-১০ বছর ধরেই খুলনায় কোনো লিগ হচ্ছে না। যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা। বিভিন্ন সময়ে  অনেকে উদ্যোগ নেয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে।

এইসব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। 

স্বার্থান্বেষী এইসব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’

এমআই